আবারও ‘ডক্টরেট’ ডিগ্রি পাচ্ছেন শাহরুখ
বলিউড বাদশাহ শাহরুখ খান এক বছরের ব্যবধানে আবারও সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন হায়দ্রাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি থেকে।
বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ সমাবর্তনে সোমবার ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির হাত থেকে সনদ নেবেন তিনি। পাশাপাশি সম্মানজনক ডক্টরেট পাচ্ছেন রক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিব শরফ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উর্দু ভাষা ও সংস্কৃতির প্রসারে অসামান্য অবদানের জন্য এ ডিগ্রি পাচ্ছেন শাহরুখ ও রাজিব।
সমাবর্তনে হাজির থাকবেন ২ হাজার ৮৮৫ জন প্রোস্ট গ্র্যাজুয়েট এবং ২৭৬ জন এমফিল ও পিএইডি ধারী।
এর আগে ২০১৫ সালে স্কটল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ এডিনবার্গ’ তাকে ‘প্রিভিলেজড ডিগ্রি’ দিয়ে সম্মানিত করেছিল।
ওই আয়োজনে উপস্থিত থাকবেন তেলেঙ্গানা গর্ভনর ইএসএল নরসিমা, ডেপুটি চিফ মিনিস্টার মোহাম্মদ মাহমুদ আলী ও বিশ্ববিদ্যালয়ের ভিসি জাফর ইউনুস সারেশওয়ালা।
অভিনয় জগতে শাহরুখের পুরস্কারের সংখ্যা নেহাত কম নয়। দেশের মাটিতে ভূষিত হয়েছেন ‘পদ্মশ্রী’ সম্মানে। বিদেশ তাকে সম্মান জানাতে পিছ-পা হয়নি।
ফ্রান্সের সরকার তাদের ‘অর্দার দে আর্তস এ দে লেত্রে’ এবং দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিও দ্য নর’-এ তাকে ভূষিত করে, যথাক্রমে ২০০৭ ও ২০১৪ সালে।
শাহরুখের মা হায়দরাবাদের বাসিন্দা। তাই তার কাছে এই উপাধির গুরুত্ব অনেক বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন