আবারও ‘ডক্টরেট’ ডিগ্রি পাচ্ছেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খান এক বছরের ব্যবধানে আবারও সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন হায়দ্রাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি থেকে।
বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ সমাবর্তনে সোমবার ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির হাত থেকে সনদ নেবেন তিনি। পাশাপাশি সম্মানজনক ডক্টরেট পাচ্ছেন রক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিব শরফ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উর্দু ভাষা ও সংস্কৃতির প্রসারে অসামান্য অবদানের জন্য এ ডিগ্রি পাচ্ছেন শাহরুখ ও রাজিব।
সমাবর্তনে হাজির থাকবেন ২ হাজার ৮৮৫ জন প্রোস্ট গ্র্যাজুয়েট এবং ২৭৬ জন এমফিল ও পিএইডি ধারী।
এর আগে ২০১৫ সালে স্কটল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ এডিনবার্গ’ তাকে ‘প্রিভিলেজড ডিগ্রি’ দিয়ে সম্মানিত করেছিল।
ওই আয়োজনে উপস্থিত থাকবেন তেলেঙ্গানা গর্ভনর ইএসএল নরসিমা, ডেপুটি চিফ মিনিস্টার মোহাম্মদ মাহমুদ আলী ও বিশ্ববিদ্যালয়ের ভিসি জাফর ইউনুস সারেশওয়ালা।
অভিনয় জগতে শাহরুখের পুরস্কারের সংখ্যা নেহাত কম নয়। দেশের মাটিতে ভূষিত হয়েছেন ‘পদ্মশ্রী’ সম্মানে। বিদেশ তাকে সম্মান জানাতে পিছ-পা হয়নি।
ফ্রান্সের সরকার তাদের ‘অর্দার দে আর্তস এ দে লেত্রে’ এবং দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিও দ্য নর’-এ তাকে ভূষিত করে, যথাক্রমে ২০০৭ ও ২০১৪ সালে।
শাহরুখের মা হায়দরাবাদের বাসিন্দা। তাই তার কাছে এই উপাধির গুরুত্ব অনেক বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন