আবারও দ্বন্দ্বে শাহরুখ-রণবীর !
অভিনয় জগতে এ দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। খুবই পুরোনো। যে দ্বন্দ্বে হরহামেশাই জড়িয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রী বা পরিচালক-প্রযোজকরা। একই দিনে বা একই সপ্তাহে ছবি মুক্তি পেলেই শুরু হয়ে যায় এমন দ্বন্দ্ব।
তেমনি দ্বন্দ্বে ফের জড়িয়ে পড়ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং হালের সেনসেশন রণবীর সিং। ভারতীয় মিডিয়ার খবর বলছে, আগামী বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাবে পরিচালক আনন্দ এল রাইয়ের নাম ঠিক না হওয়া একটি ছবি। যেখানে একজন বামনের ভূমিকায় দেখা যাবে কিং খানকে। এদিকে রণবীর সিং অভিনীত ‘টেম্পার’ ছবিটিও ওই একই তারিখে মুক্তি দেয়া হবে বলে ঠিক করা হয়েছে।
দ্বন্দ্বের সূত্রপাতটা এখানেই। দুই সুপারস্টারের ছবি একই দিনে মুক্তি পেলে দর্শক কোনটা রেখে কোনটা দেখবে। ক্রিসমাস উপলক্ষে ছবি দুটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু একই দিনে আলোচিত দুটি ছবি মুক্তি পেলে ব্যবসায়ীক একটি দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই তৈরি হবে। যে দ্বন্দ্বে ২০১৫ সালেও একবার জড়িয়েছিলেন শাহরুখ-রণবীর।
এছাড়া রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘২.০’, সালমান খানের ‘রেস থ্রি’, আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’ এবং সাইফ কন্যার ‘কেদারানাথ’ ছবিগুলোও নির্মানাধীন রয়েছে। এগুলোও মুক্তি পাবে আগামী বছরজুড়ে।
উল্লেখ্য, বলিউডে এমন একটা সময় ছিল যখন শাহরুখ, সালমান এবং আমিরের ছবি মুক্তি পেলে অন্য অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক-প্রযোজকদের মনে ত্রাস সৃষ্টি হতো। ছবি বানানোর আসল টাকা উসুল করতেই ঘাম ঝরে যেত তাদের।
কিন্তু সে সময় থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এখন খানদের পাশাপাশি অন্য নায়কদের ছবিও দেদারসে ব্যবসা করে। যার প্রমাণ ইতমধ্যেই দিয়েছেন এ প্রজন্মের রণবীর কাপুর, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ ধাওয়ানরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন