আবারও বদলে গেল টি-২০ বিশ্বকাপের নিয়ম

ক্রিকেট ইতিহাসের নবীনতম সংস্করণ হলো টি-টয়েন্টি ক্রিকেট। ২০০৫ সালে ইতিহাসের প্রথম টি২০ ম্যাচ আয়োজিত হয়। শুরু থেকে আইসিসির আইন ছিল প্রতি দুই বছর পর পর এই টুর্নামেন্ট আয়োজন করবে। আইসিসি সেটা করেও ছিলেন।
প্রতি দুই বছরের মাথায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেন। কিন্তু সদ্যশেষ হওয়া ২০১৬ ভারত বিশ্বকাপে এসে আইসিসি ইঙ্গিত দেন চার বছর অন্তরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। সোমবার হঠাৎ খবর পাওয়া গেল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই সিদ্ধান্ত থেকে নড়ে চড়ে বসেছে। এবার থেকে আর চার বছর অন্তর নয়।
টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতি দুই বছর অন্তর অন্তরই হবে। কারণ ভারতের মাটিতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। আর এই বিশ্বকাপ দারুণ সফল হয়েছে। এই সাফল্যের জন্যই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নড়ে চড়ে বসেছে।
সোমবার আইসিসির তরফ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, এবার থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতি দুই বছর অন্তর হবে। অর্থাৎ পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০১৮ সালে। তার পরের বিশ্বকাপ হবে ২০২০ সালে। তার পরেরটা হবে ২০২২ সালে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন