আবারও বাংলাদেশ সফর স্থগিত প্রোটিয়া নারী ক্রিকেটারদের

দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল গত অক্টোবরে। কিন্তু ঢাকায় দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পর সেই সফর স্থগিত করেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। নতুনভাবে বাংলাদেশ সফরের দিনক্ষণ ঠিক হলেও শেষমুহূর্তে আবারও তা স্থগিত করা হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের। কিন্তু প্রকাশকদের ওপর জঙ্গি হামলার পরিণামে নিরাপত্তাজনিত কারণে সেই সফর আবারও স্থগিত করা হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমুদ্দিন চৌধুরী বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকান ক্রিকেট কর্তৃপক্ষ আমাদের বলেছে যে, তাদের নারী ক্রিকেট দল মঙ্গলবার বাংলাদেশে পৌঁছাতে পারবে না। তবে আমরা আশা করছি এই সমস্যার সমাধান দ্রুতই হয়ে যাবে এবং তারা খুব দ্রুত নতুনভাবে সফরের তারিখ ঘোষণা করবে।’
নিরাপত্তাজনিত কারণে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলও স্থগিত করেছিল বাংলাদেশ সফর। তবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার জন্য গতকাল সোমবার বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন