আবারও ব্যর্থ কোহলি; ও’কেফির ঘূর্ণিতে দিশেহারা ভারত
অস্ট্রেলিয়ার দেওয়া বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক ভারত। অজিদের দেওয়া ৪৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছে কোহলি বাহিনী। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। পুনে টেস্টের তৃতীয় দিনে তিনি মাত্র ১৩ রান করে আউট হয়েছেন।
প্রথম ইনিংসের মত বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছেন স্পিনার ও’কেফি। এখন পর্যন্ত তার শিকার ৪টি। অপর উইকেটটি নিয়েছেন নাথান লিওন। ভারতের দলীয় ১০ রানেই ও’কেফির শিকারে পরিণত হন মুরালি বিজয় (২)। লোকেশ রাহুলকে (১০) ফেরান লিওন। এরপর শুধুই ও’কেফির মহাকাব্য। একে একে তার শিকারে পরিণত হন অধিনায়ক বিরাট কোহলি (১৩), আজিঙ্কা রাহানে (১৮), রবিচন্দ্রন অশ্বিন (৮) এবং ঋদ্ধিমান সাহা (৫)। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৯৯ রান।
এর আগে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক স্টিভেন স্মিথের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৮৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১০৫ রানে অলআউট হওয়া ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪০ রানের। যা চেজ করে জয় পেতে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতকে। ড্র করতে হলেও খেলতে হবে আরও দুই দিনের বেশি সময়। এমতাবস্থায় ম্যাচ চতুর্থ দিনে গড়াবে কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন