আবারও বড় রানের ইনিংস উপহার দিলেন হাশিম আমলা
দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান হাশিম আমলা আবারও দুর্দান্ত ব্যাটিং ক্যারিশমা দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে ওঠে হাশিম আমলার ব্যাট।
ক্রিদেশীয় সিরিজে দ্বিতীয় বারের মত মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে বিশাল জয় পায় দক্ষিন আফ্রিকা। দ্বিতীয় ম্যাচেও এই লক্ষ্য ছিল প্রোটিয়াদের। হাশিম আমলা ওপেনার হিসেবে খেলতে নেমে বড় রানের ইনিংস খেলেন।
১ ছক্কা ও ৬ চারের সহায়তায় ৬০ রানের ইনিংস দলকে উপহার দেন তিনি। কিন্তু কাজ হয়নি তাতে। ওয়ার্নার পার্কে ২৮৯ রানের টার্গেটে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। হামিম আমলা, ডু প্লেসিস ব্যাট হাতে হাফসেঞ্চুরি করেন।
পরে এবি ৩৯ ও ডুমিনি ৪১ রান করলেও আর কোনো ব্যাটসম্যান নিজেকে মেলে ধরতে পারেননি। আমলার ব্যাটে রান থাকলেও ৩৬ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ত্রিদেশীয় লড়াইয়ের এ ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজে চলমান ত্রিদেশীয় সিরিজের লড়াইয়ে পয়েন্ট টেবিলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন