বুধবার, জুলাই ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবারও রংপুরের সাকিবময় জয়

অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট-বলের অলরাউন্ড পারফরম্যান্সে বিপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। ১০৯ রানের স্বল্প পুঁজি নিয়েও সিলেট সুপার স্টার্সকে ৬ রানে হারিয়েছে সাকিবের দল।

বৃহস্পতিবার মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৯ রান করে রংপুর। জবাবে ১৯.২ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় সিলেট।

ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন সাকিব। পরে বল হাতে ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আগের ম্যাচেও ব্যাট হাতে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর বোলিংয়ে ৪ উইকেট নিয়ে রংপুরের জয়ের নায়ক ছিলেন সাকিব। টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তার হাতেই।

এবারের আসরে চার ম্যাচে এটা রংপুরের তৃতীয় জয়, আর তিন ম্যাচের সবগুলোতেই হারল মুশফিকুর রহিমের সিলেট। প্রথম দুই ম্যাচেই ১ রানে হারে তারা!

আগের ম্যাচের মতো বৃহস্পতিবারও মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুর অধিনায়ক সাকিব। কিন্তু শুরুটা ভালো হয়নি। ১৯ রানেই ফিরে যান সৌম্য সরকার (৭)। আগের ম্যাচে ছয়ে নামা সাকিব এদিন সৌম্যের বিদায়ের পরই তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন।

এক প্রান্তে সাকিব রানের চাকা সচল রাখলেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে রংপুর। দলীয় ৫৪ রানের মধ্যেই ফিরে যান লেন্ডল সিমন্স (১৩), মোহাম্মদ মিথুন (৪) ও জহুরুল ইলসাম (৮)।

এরপর পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে ২৬ রানের একটা জুটি গড়েছিলেন থিসারা পেরেরা। তবে পেরেরার (২১) বিদায়ের পর দ্রুত ড্যারেন সামি ও সাচিত্রা সেনানায়েকেও ফিরে যান। তখনো এক প্রান্ত আগলে রেখেছিলেন সাকিব।

ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ শহীদের দ্বিতীয় বলে বিদায় নেন সাকিব (৩৩)। পরের বলে আরফাত সানীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন শহীদ। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ডাবল উইকেট মেডেন নিয়েই ওভার শেষ করেন সিলেটের এই পেসার, শেষ বলে একটি রান হয় শুধু লেগ বাই থেকে।

৩৭ বলে ২ চার ও এক ছক্কায় ৩৩ রানের ইনিংসটি সাজান সাকিব। রংপুরের ব্যাটসম্যানদের মধ্যে সাকিব ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল থিসারা পেরেরা (২১) ও লেন্ডল সিমন্স (১৩)।

১২ রানে ৪ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার শহীদ। এ ছাড়া নাজমুল ইসলাম, নাসুম আহমেদ ও রবি বোপারার ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!