আবারও রোনালদোর আকুতি সমর্থকদের কাছে
ফর্মের উঠা-নামার কারণেই চলতি মৌসুমে বেশ কয়েকবারই সমর্থকদের উপহাসের লক্ষ্যে পরিণত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াল সমর্থকেরা দুয়ো দিয়ে, সিটি বাজিয়ে তার বাজে ফর্মকে কটাক্ষ করেছেন। দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রায়ই তুলে দিয়ে সমর্থকদের কাছে আরেকবার উপহাস না করার আকুতি জানিয়েছেন রোনালদো।
সিআর সেভেন বলেন, ‘আমি আবারও বলছি। আমি চাই, আমাকে আপনারা কেউ যেন সিটি বাজিয়ে উপহাস না করেন। আমি সব সময়ই নিজের সেরাটা দিয়েছি। ভবিষ্যতেও সেরাটা দেয়ারই চেষ্টা করব।’
অ্যাটলেটিকোর বিপক্ষে অসাধারণ ফুটবল খেলেন রোনালদো।দলের ১০, ৭৩ ও ৮৬ মিনিট করা তিনটি গোলই তার। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে দুই লেগে ৫ গোল করেছিলেন রোনালদো।
প্রথম লেগে ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল প্রায় নিশ্চিত।নিজেদের মাঠে দ্বিতীয় লেগে অসম্ভবকে সম্ভব করেই ফাইনালে খেলতে হবে অ্যাটলেটিকোকে।
তারপরও সতর্ক রোনালদো। বলেন, ‘ম্যাচটা সবদিক দিয়েই আমাদের জন্য দারুণ ছিল। আমরা এখন সুবিধাজনক জায়গায় চলে গেলাম। তবে লড়াই তো এখনো বাকি। আরও ৯০ মিনিট লড়তে হবে আমাদের। আগামী বুধবার আমাদের খুব সতর্ক হয়েই খেলতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন