আবারও শখের বিরুদ্ধে অভিযোগ

মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেছেন পরিচালক তপু খান। এর আগেও বেশ কয়েকজন পরিচালক শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেছিলেন।
এ বিষয়ে পরিচালক তপু খান বলেন, ‘আমি এক মাস আগে শখের কাছ থেকে একটি নাটকের শিডিউল নিয়েছিলাম। একই নাটকের জন্য চিত্রনায়ক রিয়াজ ভাইয়েরও শিডিউল আমি নিয়েছি। নির্ধারিত সময় অনুযায়ী শুটিং আজ এবং আগামীকাল হওয়ার কথা হয়েছিল।
কিন্তু গতকাল রাত পৌনে ১১টার সময় শখ আমাকে ফোন করে জানিয়েছেন তিনি দুদিন নয়, একদিন শুটিং করতে পারবেন। কারণ তিনি অন্য নাটকের শুটিংয়ের ডেট আমাকে না জানিয়ে একই দিনে অন্য পরিচালককে দিয়েছেন।
একদিনে তো একটা নাটকের শুটিং শেষ করা অসম্ভব। এ ছাড়া এরই মধ্যে নাটকের পোস্ট প্রোডাকশনের জন্য আমার টাকা খরচ হয়েছে। শখের এই ধরনের আচরণ আমি কোনোভাবে মেনে নিতে পারছি না।’
তপু খান আরো বলেন, ‘এ নিয়ে ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি। কিন্তু সেটা কোনো সমাধান হতে পারে না। তাই আগামীকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেগুনবাগিচা কার্যালয়ে সংবাদ সম্মেলন করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে এই বিষয়ে কথা বলার জন্য বারবার শখের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন