আবারো প্যান্ট ছিঁড়ে বিব্রত জিদান (ভিডিও সহ)

জনসম্মুখে আবারো প্যান্ট ছিঁড়লো রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের। গত দুই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সময় দুবার ঘটলো এমন ঘটনা। প্রথম স্পেনে আর এবার ইংল্যান্ডে এমন লজ্জার মুখে পড়লেন ফরাসি কিংবদন্তি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখ হয়েছিল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ও গোলশূন্য অ্যাওয়ে ম্যাচটি ছিলো উত্তেজনায় ঠাসা।
সাইডলাইনে বড় চঞ্চল ছিলেন জিদানও। বেশি ছোটাছুটির ফলে জিদানের প্যান্ট আবার ছিঁড়ে যায়। উরু বের হয়ে ফুটবল বিশ্বের সামনে বিব্রতকর পরিস্থিতির সামনে পড়েন গ্যালাকটিকো বস।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জার্মানির উলফসবুর্গের সাথে খেলা ছিল রিয়ালের। প্রথম লেগে ২০ গােল হেরে যাওয়ায় সেটা ছিলো রিয়ালের বাঁচা-মরার ম্যাচ। ক্রিষ্টিয়ানো রোনালদো যে ম্যাচ অবিশ্বাস্যভাবে জিতিয়ে দলকে তুলে দিয়েছিলেন শেষ চারে। সেই ম্যাচের উত্তেজনায়ও বাতাসে লাফিয়ে ওঠার পর জিদানের প্যান্ট ছিঁড়ে গিয়েছিলো।
স্পেনের পর ইংল্যান্ডেও অস্বস্তিকর ঘটনায় পড়া জিদান অবশ্য এটাকে তেমন বড় কিছু মনে করেন না। পোস্ট ম্যাচে পোষাক বিভ্রাট প্রসঙ্গে এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘এটা বড় কিছু না। এ নিয়ে ভাবার কিছু নেই।’
https://youtu.be/PGCWscvWD24
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন