আবারো মাহমুদুল্লাহ চমক; মুগ্ধ ক্রিকেট বিশ্ব
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই রাজশাহী কিংসকে শেষে ওভারে এসে একাই হারিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ওভারে ৭ রান প্রয়োজন ছিল। মাহমুদউল্লাহর ম্যাজিকে ৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। আরো একবার চমক দেখালেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।।
এবারো শেষ ওভারেই তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের হাত থেকে জয়টা ছিনিয়ে নিলেন। এবার ৫ বলে নিলেন ৩ উইকেট। শেষ ওভারে জেতার জন্য ৬ রান করতে পারলো না চিটাগং। টানা দ্বিতীয় ম্যাচ হারলো তারা মাহমুদউল্লার অবিশ্বাস্য কীর্তিতে।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৭ রান করেছিল খুলনা। মোহাম্মদ নবির এই ম্যাচে নায়ক হওয়ার কথা। ৩ উইকেট নিয়েছিলেন আগে। পর এই আফগান দলকে হারের মুখ থেকে জয়ের দরজায় নিলেন। কিন্তু শেষ বলে জিততে দরকার ছিল ৫ রান। নবি তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন। ২৩ বলে তার দারুণ ৩৯ রানের ইনিংসটা শেষ হলো হারের হতাশায়।
খুলনা জানতো, বিতর্কে পড়া মিরপুরের উইকেটে বোলাররা চেপে ধরলে চিটাগংয়ের জন্য এই টার্গেটও কঠিন হবে। হচ্ছিলোও তাই। শফিউল ৪ উইকেট নিলেন। কেভন কুপার ২ উইকেট। ১৫.১ ওভারে ৬ উইকেটে ৭৮ রান চিটাগংয়ের। কিন্তু নবি ও চতুরঙ্গা ডি সিলভা (১৯) মিলে ৪৫ রানের জুটি গড়লেন। টি ২০ তে শেষ ওভারে আর ৬ রান তো করাই যায় সহজে।
কিন্তু তখনও যে মাহমুদুল্লাহ চমক বাকি ছিলো!
শেষ ওভারে চিটাগংয়ের দরকার ছিলো ৬ রান। হতে ছিলো ৪ উইকেট। মাঠে সেট ব্যাটসম্যান মোহাম্মদ নবী। তারপরও আপান মহিমায় ম্যাচ নিজের করে নিলেন মাহমুদুল্লাহ। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ৪ রানে হারালো খুলনা টাইটান্স।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন