আবারো অভিনয়ে এসআই টুটুল-তানিয়া
প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্দেশনায় ২০০৯ সালের শেষের দিকে তারকা দম্পতি এসআই টুটুল ও তানিয়া আহমেদ ‘বাদলা দিনের গান’ নাটকে অভিনয় করেছিলেন। সে নাটকে তারা দু’জন নিজ নিজ চরিত্রেই অভিনয় করেছিলেন।
মাঝে কেটে গেছে বেশ কয়েকটি বছর। তারপর অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব পেলেও দুজনের কেউই একসঙ্গে আর অভিনয় করেননি।
কিন্তু এবার এসআই টুটুল নিজেই একটি গল্পের ভাবনা করেছেন। সেই গল্প ঠিক রেখে ফারিয়া হোসেন নির্মাণ করেছেন ‘এই হাত ছুঁয়েছে তোমায়’ নামের টেলিছবি। পরিচালনায় আছেন আরিফ খান। গত ২২ জুন থেকে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। এতে টুটুল-তানিয়া নিজেদের চরিত্রেই অভিনয় করছেন।
এসআই টুটুল বলেন, ‘বেশ ভালো লাগছে। তানিয়ার সঙ্গে অভিনয় করতে গিয়ে কিছুটা ভীতু থাকি, কারণ সে অভিনয়ের মানুষ আর আমি গানের। তবে তানিয়া আমাকে খুব সহযোগিতা করছে। অভিনয় করতে গিয়ে বারবার হুমায়ূন স্যারের কথা বেশি মনে পড়ছে। কারণ স্যারের ইচ্ছাতেই আমি আগে তার নির্মাণে কয়েকটি নাটকে অভিনয় করেছিলাম।’
জানা গেছে, ‘এই হাত ছুঁয়েছে তোমায়’ এই টেলিফিল্মে থাকবে টুটুলের কয়েকটি জনপ্রিয় গান।
আগামী ঈদে এসএটিভিতে প্রচারের লক্ষ্যে বিশেষ এই টেলিফিল্মটি নির্মিত হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













