আবারো এক খুঁটিতে ৩ যুবককে বেঁধে নির্যাতন, জেলাজুড়ে তোলপাড়
এক খুঁটিতে ৩ যুবককে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। চুরির অভিযোগে জেলা শহরে রামগতি উপজেলার শিক্ষা গ্রামের তাফাজ্জল হোসেনের ছেলে মাসুদ ও সফিউল আলমের ছেলে লিটন ও লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের রাজন দাস সহ তিন যুবককে খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতন এবং মাথার চুল কেটে বিভৎস করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শহরের টাউন হলের সামনে সেইফ ডায়াগনষ্টিক সেন্টারের অতিউৎসাহী কতিপয় কর্মীরা এ ঘটনা ঘটায়। ঘটনাকে জেলাজুড়ে তোলপাড় চলছে। স্থানীয়রা সময়ের কণ্ঠস্বরকে জানান, ওই তিন যুবক রিকশাযোগে শহরের পোলের গোড়া এলাকা পৌঁছালে সেইফ ডায়াগনষ্টিক সেন্টারের কয়েকজন কর্মী তাদের গতিরোধ করে চুরির অভিযোগে মারধর করে।
পরে টাউন হলের সামনে নিয়ে একটি বিদ্যুতের খুঁটির সাথে একে একে তিনজনকে বেঁধে মারধর এবং মাথার চুল কেটে শারীরিক অমানবিক নির্যাতন করে। সেইফ ডায়াগনষ্টিক সেন্টারের কর্মচারী বেলাল হোসেন জানান, সকালে তাদের এক রোগীর ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় সিসি ক্যামরায় ধরা পড়লে তাদেরকে আটক করে। পরে তারা পুলিশে দেয়। এর আগে একই জায়গায় এ ধরনের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। তবে ঘটনা নিয়ে কারো কারো মাঝে সন্দেহের সৃষ্টি এবং আইন নিজের হাতে তুলে অবিনব কায়দায় পরিকল্পিত ঘটনা তৈরী করে কেউ এ সব নিয়ে বানিজ্যে জড়িয়ে পড়ছে কিনা এ বিষয়ে সজাগ ও তদন্ত করে ব্যাবস্থা নেওয়া জরুরী বলে অনেকেই দাবী তুলেছেন।
অবশ্য পুলিশ গিয়ে পরে তিন যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ময়নাল হোসেন সময়ের কণ্ঠস্বরকে জানান, তিন যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা চুরির সাথে জড়িত কিনা সে বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন