আবারো জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প, আহত ১৭
জাপানের পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৬.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অনেকেই হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাপান টাইমস।
রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২। তবে এর ফলে দেশটিতে সুনামির কোনো ঝুঁকি নেই।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টায় দেশের টট্টরি প্রশাসনিক অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূ-কম্পন আঘাত হানে।
ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৬ বলে উল্লেখ করেছিল। তবে পরে তা সংশোধন করে তীব্রতা ৬ দশমিক ২ বলে জানায়।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, ইয়োরিহামা শহরে একটি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অপর একটি এলাকায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কুরায়োশি নগরীতে দমকল বিভাগ জানায়, তারা জরুরি সাহায্যের সাতটি ডাক পায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের আহতের খবর জানায় সংবাদমাধ্যমগুলো।
টেলিভিশন ও সিসিটিভি ফুটেজে এ অঞ্চলে ব্যাপক ঝাঁকুনির দৃশ্য দেখা গেছে। স্থানীয় সরকারি কর্মকর্তা সুমিনরি সাকিনাদা বলেন, ভূমিকম্পের সময় তীব্র ঝাঁকুনি হয়। তবে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওই এলাকায় বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ভূমিকম্পে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় প্রায় ৪০ হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এনএইচকে জানায়, অঞ্চলটিতে বন্ধ থাকা পারমাণবিক চুল্লিগুলোরও কোনো ক্ষতি হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন