আবারো তাসকিনের ‘সাইড স্ট্রেনে’র ব্যথা!
মাত্রই চোট থেকে সেরে উঠেছেন তিনি। তাই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে পাঠানো হয়েছে পেসার তাসকিন আহমেদকে। বুধবার ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নেমেই চোটে পড়েন এই ডানহাতি পেসার। পাঁচ ওভার বল করার পর আর মাঠেই নামতে পারেননি তিনি। তাই এখন শঙ্কা দেখা দিয়েছে, ভারত সফরে তাঁর খেলা নাও হতে পারে।
জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, “তাসকিনের ‘সাইড স্ট্রেনে’র সেই পুরোনো ব্যথা আবার জেগে উঠেছে। তাই এই ম্যাচটি তো আর খেলা সম্ভবই হচ্ছে না। সিরিজের বাকি ম্যাচগুলোতে তার খেলা নাও হতে পারে। তবে পুরো রিপোর্ট পেলে জানা যাবে, এ সফরে সে আর খেলতে পারবে কি না।’
এদিন বেঙ্গালুরুতে প্রথম ওয়ানডেতে খেলতে নেমে ৫ ওভারে ৪৬ রান দিয়ে এক উইকেট তুলে নেন তাসকিন। এরপরই ব্যথা অনুভব করলে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন