আবারো বার্সেলোনার মুখোমুখি বিলবাও

শুক্রবার এবারের মৌসুমের কোপা দেল রে’র শেষ ১৬র ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আবারো নক আউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে পরিচিত প্রতিদ্বন্দ্বী আতলেতিকো বিলবাওয়ের।
জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম লেগের ম্যাচ খেলতে স্যান মামেসে যাবে বার্সা। এক সপ্তাহ পরে ক্যাম্প ন্যুতে আতিথ্য দিবে বিলবাওকে। গত আট মৌসুমে তিনটি কোপা দেল রে ফাইনালে আতলেতিকোকে পরাজিত করেছে বার্সেলোনা। গত মৌসুমে দুই দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। মাদ্রিদের ফাইনালে সেভিয়াকে অতিরিক্ত সময়ে ২-০ গোলে পরাজিত করে লুই এনরিকের দল শিরোপা জিতেছিল।
শেষ ১৬তে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সেভিয়া। সানতিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। মৌসুমের শুরুতে ইউয়েফা সুপার কাপের অনেকটা পুনরাবৃত্তিই যেন হতে যাচ্ছে। আগস্টে নরওয়ের শহর ট্রোনডেইমে অনুষ্ঠিত ম্যাচটিতে ডানি কারভাজালের শেষ মুহূর্তের গোলে মাদ্রিদ অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জয়ী হয়েছিল। ১৫ জানুয়ারি সানচেজ পিজুনানে লা লিগায় মুখোমুখি হবার আগেই ফিরতি লেগে দুই দল একে অপরের সাথে লড়াইয়ে নামবে।
কোপা দেল রে’র শেষ ১৬তে এবার আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ লাস পালমাস। অন্যদিকে লা লিগায় চতুর্থ স্থানে থাকা ভিয়ারেলের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এদিকে আলকোরকোন ও করডোবা একসাথে ড্রতে পড়ায় কোয়ার্টার ফাইনালে একটি দ্বিতীয় সারির দলের যাওয়া নিশ্চিত হয়েছে। পেনাল্টিতে শীর্ষ সারির দল এস্পানেয়লকে হারিয়ে মাদ্রিদ ক্লাব আলকোরকোন শেষ ১৬তে জায়গা করে নিয়েছে। অন্যদিকে মালাগাকে বিদায় করে নক আউট পর্ব নিশ্চিত করেছে করডোবা।
শেষ ১৬ ড্র :
লাস পারমাস বনাম আতলাটিকো মাদ্রিদ
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন