আবারো বিশাল জয় পেয়েছে বাংলাদেশ
আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হারিয়ে আসরটি শুরু করেছে তারা। ম্যাচে রুমানা-সালমারা জিতেছেন ৩৯ রানে।
শ্রীলঙ্কার কলোম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৩৫ রান তোলে বাংলাদেশ দল। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস থেমে যায় ১৯৬ রানে।
ব্যাটহাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা। তিনি ৬৭ বলে ৫১ রানের দারুণ একটি ইনিংস খেলেন। এ ছাড়া শারমিন সুলতানা ৪৭, অলরাউন্ডার সালমা খাতুন ৩৮ রান ও শরামিন আক্তার ২৯ রান করে দলের এই ইনিংস গড়ার পথে বড় ভূমিকা রাখেন।
জবাবে আয়ারল্যান্ড শুরুটা ভালো করলেও পরে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। খাদিজাতুল কুবরা ৩৬ রানে চারটি এবং জাহানারা আলম ২৭ রানে দুই উইকেট নিয়ে প্রতিপক্ষের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন