আবারো ব্যর্থ ‘ব্যাটসম্যান’ সাকিব

এবারের আইপিএলে নিয়ন্ত্রিত বোলিং করলেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব। মাত্র ৬ রান করে আউট হয়েছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।
এবারের আইপিএলে প্রথমবার কলকাতার একাদশে সুযোগ পাওয়া ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি সাকিবকে। তার আগেই জিতে যায় কলকাতা।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওই ম্যাচে অবশ্য নিয়ন্ত্রিত বোলিং করেন সাকিব। ৩ ওভার বল করে উইকেটশূন্য থাকলেও খরচ করেন ১৮ রান।
পরের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে অবশ্য ৪ ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব। পরে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে ১৫ বলে করেন ১১ রান।
পুনের বিপক্ষে পরের ম্যাচে অবশ্য দারুণ বোলিং করেন সাকিব। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ১ উইকেট। কিন্তু পরে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেননি। ৯ বলে করেন মাত্র ৩ রান।
বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে আগে ব্যাটিং পায় কলকাতা। দলীয় ৬৯ রানে প্রথম উইকেট পড়ার পরই তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন সাকিব।
শুরুটা ভালোই করেছিলেন। নিজের খেলা দ্বিতীয় বলেই হার্ডিক পান্ডিয়াকে থার্ড ম্যান দিয়ে চার মেরেছিলেন। কিন্তু ওই ওভারেই পান্ডিয়ার পঞ্চম বলে আউট হয়ে যান সাকিব। অফ স্টাম্পের বাইরে পান্ডিয়ার শর্ট বলে হুক করতে গিয়ে উইকেটরক্ষক পার্থিক প্যাটেলকে ক্যাচ দেন। ৪ বলে একটি চারে করেন ৬ রান।
অধিনায়ক গৌতম গম্ভীরের দারুণ ব্যাটিংয়ে কলকাতা অবশ্য বড় সংগ্রহের পথে আছে। ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব পরে বল হাতে জাদুকরি কিছু করে দেখাতে পারেন কি না, সেটাই এখন দেখার!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন