আবারো মেসির জাদুতে বার্সার জয়
গত সপ্তাহে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে সেল্টা ভিগোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। এতে ডিয়েগো সিমেওনের শিষ্যদের মনোবল ছিল অনেকটা চোটগ্রস্ত। সেই চোট আরো বাড়িয়ে দিলেন লিওনেল মেসি। শনিবার নু ক্যাম্পে তার অসাধারণ পারফরম্যান্সে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ঘরের মাঠ চেনা-পরিচিত। অথচ ম্যাচের ১০ মিনিটে ন্যু ক্যাম্পের গ্যালারিতে নেমে আসে পিন-পতন নীরবতা। এ সময়ে দুর্দান্ত এক গোল করে সফরকারীদের এগিয়ে দেন কোকে। এই নীরবতা চলে ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত। মেসি-নেইমার-সুয়ারেজকে নিয়ে গড়া আক্রমণভাগ থাকা সত্ত্বেও এমন অবস্থা কারই বা ভালো লাগে? ভালো লাগেনি স্বয়ং মেসিরই। স্বাগতিক সমর্থকদের দুঃখটা বুঝতে পারলেন আর্জেন্টাইন অধিনায়ক।
খেলার ৩০ মিনিটে অসাধারণ এক গোল করে বার্সাকে সমতায় ফেরান মেসি। নেইমার পাস দেন জর্দি আলবার দিকে। আলবা বল ধরিয়ে দেন মেসিকে। দুর্দান্ত এক শটে বলটা অ্যাটলেটিকোর জালে জড়ান বার্সার প্রাণভোমরা। আর তাতে উল্লাস ফিরে আসে ন্যু ক্যাম্পের গ্যালারিতে।
বার্সার গোল ব্যবধানে দ্বিগুণে পরিণত করেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৩৮ মিনিটে দানি আলভেজ বল উড়িয়ে দেন সুয়ারেজকে। সেই বল ধরে অ্যাটটিকোর জাল কাঁপান উরুগুইয়ান এই স্ট্রাইকার। এটি লা লিগায় তার করা ১৯তম গোল। যা তাকে বসিয়ে দেয় চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে।
পিছিয়ে পড়া অ্যাটলেটিকো ধাক্কা খায় দলের অন্যতম সেরা খেলোয়াড় ফিলিপে লুইজকে হারিয়ে। ৪৪ মিনিটে লিওনেল মেসিকে বাজেভাবে ট্যাকেল করতে গিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়েন লুইজ। দশ জনে পরিণত হওয়া অ্যাটলেটিকো প্রথমার্ধ শেষ করে পিছিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে এসে অ্যাটলেটিকো ফের ধাক্কা খায় ডিয়েগো গোডিনকে হারিয়ে। তিনিও ঘটান এই কাণ্ড। ম্যাচের ৬৫ মিনিটে লুইস সুয়ারেজের পায়ে আঘাত দেন তিনি। কাঁতরাতে থাকা সুয়ারেজকে দেখে লালকার্ড উঁচিয়ে রেফারি জানান দেন, গোডিনের মাঠ ছাড়া অত্যাবশ্যক। নয় জন নিয়েই লড়ে যায় অ্যাটলেটিকো। এরপর আর কোনো গোলের দেখা পাননি সেমি-সুয়ারেজ-নেইমাররা। শেষ পর্যন্ত বার্সা ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ে বার্সেলোনার শীর্ষস্থান আরো মজবুত হলো। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। তিন পয়েন্ট পিছিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ঝুলিতে জমা আছে ৪৪ পয়েন্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন