আবারো রণবীরকে ক্যাটরিনার প্রেমের প্রস্তাব!
ব্রেক-আপের পরে একে অন্যকে এড়িয়ে যেতেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। তবে সম্প্রতি এক কমন ফ্রেন্ডের দেওয়া পার্টিতে ফের মুখোমুখি হয়েছেন তারা। শোনা যাচ্ছে, পার্টিতে রণবীরকে দেখে নিজে থেকেই এগিয়ে যান ক্যাটরিনা।
দু’জনে অনেক সময় ধরে কথা বলেন। সেখানে নাকি রণবীরকে ক্যাটরিনা ফের সম্পর্কে যেতে চান বলে জানান। কিন্তু এই কথা শুনেই রণবীর ‘এটা সম্ভব নয়’ বলে স্পষ্ট জানিয়ে দেন।
দু’জনের মধ্যে কথাবার্তা বেশ তিক্তভাবে হয়েছে বলে ভারতীয় মিডিয়ার খবর। রণবীর একটু বেশিই কঠোর ছিলেন বলে শোনা যাচ্ছে। ক্যাটরিনা বলেছিলেন, ‘আর একবার কি চেষ্টা করে দেখা যায় না? ফিরে এসো।’ উত্তরে রণবীর বলে দেন, ‘এটা আর সম্ভব নয়। ইটস ওভার।’
এর পরে ক্যাটরিনাকে ভেঙে পড়েন। পার্টিতে উপস্থিত অনেকেই বলেন, ক্যাটরিনার মনে ক্ষীণ আশা ছিল যে, রণবীরের সঙ্গে তার সম্পর্ক ফের জোড়া লাগবে। কিন্তু এই পার্টির পরে পরিষ্কার হয়ে গেল সেটা আর সম্ভব নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন