আবার একটা চাকরি পেলেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ওবামা
সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তিনিই। তবে প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি পেতে না পেতেই তার কাছে আসতে শুরু করেছে একের পর এক চাকরির প্রস্তাব।
এই নিয়ে দু দু’টি চাকরি পেলেন ওবামা। তবু কোনোটিই এখনো গ্রহণ করেননি এবং চাকরিদাতাদের কোনো উত্তরই দেননি তিনি। তবে, চাকরিগুলো দারুণ না হলেও নেহাত মন্দ নয়।
প্রথম চাকরির প্রস্তাবটা এসেছিল একটি ‘মিউজিক স্ট্রিমিং’ সংস্থা থেকে। ওই সংস্থা তাকে ‘প্রেসিডেন্ট অফ প্লেলিস্ট’ পদে বহাল করতে চেয়েছে। কারণ, কিছুদিন আগেই ওবামা তার পছন্দের গানের প্লেলিস্ট তৈরি করেছিলেন।
আর সর্ব শেষ চাকরির প্রস্তাবটি পাঠিয়েছে পার্টি গেম প্রস্তুতকারী সংস্থা ‘কার্ডস অ্যাগেইনস্ট হিউমেনিটিস’। এই সংস্থাটি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে বহাল করতে চেয়েছে।
তারা জানিয়েছে, ‘সন্ত্রাসবাদী কার্যকলাপের মূল চক্রীদের শায়েস্তা করার অভিজ্ঞতা’ থাকায় তারা ওবামাকে এই পদের জন্য যোগ্য মনে করছে। এর পাশপাশি, সংস্থার মতে, আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট নোবেলজয়ী হওয়ায় তাকে সংস্থা মনোনীত করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন