সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবার দ্বিতীয় ইনিংসের হতাশা বাংলাদেশের

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির পেস-সুইং ও বাউন্সে ধরাশায়ী হয়েছেন একের পর এক ব্যাটসম্যান। অলআউট হওয়ার আগে ১৭৩ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য ১০৯ রান।

আজ দলীয় মাত্র ১৭ রানে অধিনায়ক তামিম ইকবালের উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সেই ধাক্কা কিছুটা সামলে উঠেছিল তারা দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য-মাহমুদউল্লাহর ব্যাটিং দৃঢ়তায়। কিন্তু সৌম্য উইকেটে সেট হওয়ার পরই ফিরে যান সাজঘরে।

দলীয় ৫৮ রানের মাথায় ওপেনার সৌম্য আউট হন। ৬৪ বল খরচায় ৩৬ রান নিয়ে তিনি যখন উইকেটে অনেকটাই সেট হয়েছেন, তখন প্রতিপক্ষের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

খেলাটি সরাসরি দেখুন এখানে…..

অল্প কিছুক্ষণের মধ্যে সাকিব আল হাসান ফিরে গেলে আবার চাপের মুখে পড়ে বাংলাদেশ। ২২.৩ ওভারে এই বাঁহাতি ব্যাটসম্যান ফেরেন মাত্র ৮ রান করে।

এর পর ডেবুটেন্ট নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে খুব একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি রিয়াদ। দলীয় ৯২ রানে ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ৩৮ রান করেন তিনি। তার চেয়ে বড় কথা, মাহমুদউল্লাহর বিদায়ে বিপদ ঘনীভূত হয় বাংলাদেশের।

উইকেটে এসে কোনো রান না করেই ফিরে যান সাব্বির রহমান। নেইল ওয়াগনারের বলে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন সাব্বির।

চা বিরতির পর দ্বিতীয় বলেই ফিরে আসেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ওয়াগনারের বলে ওয়াটলিংকে ক্যাচ দেওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি এই ব্যাটসম্যান। অন্যপ্রান্ত আটকে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে ট্রেন্ট বোল্টের দারুণ এক ডেলিভারি স্টাম্প উপড়ে নেয় তাঁর।

বোল্টের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান মিরাজ। ২২ বলে চার রান করেন তিনি। এর পর কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেন এ দুজন। দলীয় ১৬৬ রানে তাসকিন আউট হলে ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

৩০ বলে ৩৩ রান করেন তাসকিন। এ ছাড়া ২৯ বলে ২৫ রান করেন রাব্বি।

এর আগে নিউজিল্যান্ড ৩ উইকেট হাতে রেখে ২৬০ রান নিয়ে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২০.৪ ওভারে ৯৪ রান যোগ করে। প্রথম ইনিংসে তাদের মোট সংগ্রহ ৩৫৪ রান, ৯২.৪ ওভারে।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৮৯ রান। তাই এ ইনিংসে স্বাগতিকরা ৬৫ রানের লিড পায়।

সোমবার চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান, টিম সাউদিকে ব্যক্তিগত ১৭ রানে ফিরিয়ে। শর্ট এক্সট্রা কাভারে ক্যাচটি নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। অবশ্য এই মিরাজ দিনের তৃতীয় ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে স্লিপে সাউদিরই একটা সহজ ক্যাচ ফেলে দিয়েছেন। পরে বাকি দুটি উইকেটের একটি নিয়েছেন মিরাজ, অন্যটি রানআউট হয়েছে।

সাকিব ৫০ রানে ৪ উইকেট তুলে নেন। মিরাজ ও রাব্বি দুটি করে এবং একটি উইকেট পান তাসকিন।

হেনরি নিকোলাস নিউজিল্যান্ডের এই বড় সংগ্রহ গড়তে মূল ভূমিকা রাখেন। অল্পের জন্য সেঞ্চুরি করতে ব্যর্থ তিনি। মিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে তিনি করেন ১৪৯ বলে ৯৮ রান, যাতে চারের মার ছিল ১২টি। এ ছাড়া টেইলর ৭৭ ও ল্যাথাম ৬৮ রান করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি