আবার পাকিস্তানের বোলিং কোচ আজহার

আগেও পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন আজহার মাহমুদ। সেবারও ছিল খণ্ডকালিন চুক্তি। এবার আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে সাবেক এই অল রাউন্ডারকে। কিন্তু চুক্তিটা আগের মতোই খণ্ডকালিন।
নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে মিসবাহ-উল হকের পাকিস্তান দল। ১৭ নভেম্বর শুরু হচ্ছে সফর। এই দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ৪১ বছরের আজহার। পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার তার পছন্দের কয়েকটি নাম পিসিবিকে দিয়েছিলেন। কিন্তু তাদের কাউকে কাউকে পাওয়া যায় না। আবার কারো বেতন আকাশচুম্বি। তাই আজহারকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি।
এখন সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। এর আগে এই দলের সাথেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। কিন্তু দলের সাথে নেই আজহার। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন আজহার। দলের সাথে ছিলেন ইংল্যান্ড সফরেও। কিন্তু তারপর চুক্তি বাড়ানো হয়নি। পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন আজহার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন