আবার সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতীয় পাঁচ রাজ্যের বিমানবন্দর
দিল্লিসহ ভারতের পাঁচ রাজ্যের ২২টিরও বেশি বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। এর মধ্যে আছে জম্মু ও কাশ্মির, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিমানবন্দর।এই বার্তা পাওয়ার পর বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
ভারতের বেসামরিক বিমান পরিবহন নিরাপত্তা ব্যুরো এসব রাজ্যের পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনী সিআইএসএফের কাছেও বার্তা পাঠানোর পর প্রতিটি বিমানবন্দরের সামনেই সশস্ত্র নিারপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
সিআইএসএফ যাত্রীদের ব্যাগ কঠোরভাবে তল্লাশি এবং বিমানবন্দর এলাকায় ২৪ ঘণ্টাই কড়া নজরদারির নির্দেশ দিয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় ১৮ জন সেনা নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার পর এই নির্দেশনা এলো।
উরি সেনাঘাঁটিতে হামলার পর ভারতীয় কমান্ডোরা পাকিস্তান সীমান্তে ঢুকে ৩৮ জন জঙ্গি ও দুই পাকিস্তানি সেনাকে হত্যার পাশাপাশি সাতটি জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে। পাকিস্তানি সেনাবাহিনী আবার হামলাকারী কয়েকজন ভারতীয় সেনাকে হত্যা এবং একজনকে আটকের দাবি করেছে। তবে ভারত এই দাবিকে কল্পনাপ্রসূত মন্তব্য করে দাবি করেছে, তাদের সেনাদের গায়ে একটি আঁচড়ও কাটেনি।
তবে পাকিস্তানে সার্জিক্যাল নামে এই হামলার পর গত রবিবার এবং বৃহস্পতিবার কাশ্মিরে ভারতীয় দুটি সেনা ঘাঁটিতে হামলা করে বন্দুকধারীরা। গত রবিবারের হামলায় নিহত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য। আর বৃহস্পতিবারের হামলার পর ভারতীয় সেনাদের পাল্টাগুলিতে নিহত হয়েছেন দুইজন বন্দুকধারী।
খবরে বলা হয়েছে, প্রায় ১০০ জন জঙ্গি শীত নামার আগেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলার প্রস্তুতি নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন