আবার স্থগিত মাহিয়া মাহি ও কলকাতার বনির ছবি!
দেশীয় ছবিতে অতিরিক্ত বিদেশি শিল্পী ব্যবহারের অভিযোগ আসাতে বন্ধ করে দেওয়া হয়েছিল মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্তর অভিনীত ছবি ‘মনে রেখো’র কাজ। ঘটনাটি ঘটেছিল গত মার্চ মাসে। তখন স্থগিত করা হয় ছবিটির দৃশ্যায়ন।
এবার আবারও স্থগিত হলো এর দৃশ্যধারণ। চলতি সপ্তাহে ছবিটির কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমনের কাছ থেকে।
তিনি বলেন, ‘ভিসাসংক্রান্ত কারণে শুটিংটি বাদ দিতে হয়েছে। কলকাতার শিল্পীরা ভিসা পাননি। তাই আপাতত শুটিং হচ্ছে না। তবে আশা করি চলতি মাসেই এটি করা সম্ভব।’
এর আগে দেশীয় চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত ভিনদেশি শিল্পী ও কলাকুশলী ব্যবহার করা হচ্ছে- এই অভিযোগ করে বাংলাদেশ চলচ্চিত্রের ফাইট, ড্যান্সসহ আরও কিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিশেষ করে বিএফডিসিতে পরিচালক সমিতিকে লিখিতভাবে অভিযোগ করা হয় তখন।
এসব জটিলতা সমাধান করে ছবিটির কাজ শুরু হওয়া কথা ছিল। তবে ভিসা সমস্যায় ছবিটির কাজ আপাতত পিছিয়ে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন