আবার হামলা হলে আমেরিকাকে উপযুক্ত জবাব দেয়া হবে: ইয়েমেন

ইয়েমেনে নতুন করে হামলা চালানোর বিরুদ্ধে আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সেনাবাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলন।
আমেরিকাকে সতর্ক করে দিয়ে ইয়েমেন বলেছে, নতুন করে হামলা চালালে তার উপযুক্ত জবাব দেয়া হবে। ইয়েমেনের উপকূলীয় রাডার স্থাপনায় মার্কিন সেনাবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার পর এ হুঁশিয়ারি জানানো হলো।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারাফ লুকমান মার্কিন হামলার কঠোর নিন্দা জানান। তিনি একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের হুমকির মুখে আত্মরক্ষার অধিকার আছে সানার।
এছাড়া, মার্কিন রণতরী লক্ষ্য করে হুথি আনসারুল্লার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগও প্রত্যাখ্যান করেন জেনারেল শারাফ লুকমান।
ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইয়েমেনের তিন রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে পেন্টাগন ঘোষণা দেয়ার পর এ বক্তব্য দিল ইয়েমেন। চার দিনে দুই দফা মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ম্যাসন ইয়েমেনি হামলার শিকার হয়েছে বলে পেন্টাগনের দাবির পরই এ হামলা চালানো হয়।
ইয়েমেনের রাজধানী সানায় গত রোববার একটি নামাযে জানাযায় সৌদি বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একই সাথে ইয়েমেনে হামলায় জড়িত সৌদি বোমারু বিমানগুলোকে আকাশে তেল ভরার সুযোগ দেয়ায় আমেরিকার বিরুদ্ধে প্রচণ্ড সমালোচনা হচ্ছে।
এছাড়া, সৌদি জোটকে অব্যাহত সামরিক সহায়তা দেয়া নিয়েও প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। আর ঠিক তখনই নিজেদের রণতরীর ওপর হামলার দাবি তুলেছে আমেরিকা।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনে সহায়তা দিচ্ছে আমেরিকা। সামরিক সরঞ্জাম যুগিয়ে এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে এ সহায়তা দেয়া হচ্ছে। ইয়েমেনে সৌদি হামলায় গত এক বছরে নারী-শিশুসহ ১০ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন