আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
রাজশাহী মহানগরের গণকপাড়া এলাকায় আবাসিক একটি হোটেলের কক্ষ থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাদেরকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, ‘নাইস ইন্টারন্যাশনাল হোটেলের রেজিস্ট্রার খাতায় তরুণের নাম মিজানুর রহমান (২৩), বাবার নাম ওমেদ আলী এবং তরুণীর নাম সুমাইয়া নাসরিন (২০), বাবার নাম আব্দুল করিম লেখা আছে। স্থায়ী ঠিকানা পাঠানপাড়া, দবিরগঞ্জ উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ জেলা এবং বর্তমান ঠিকানা হিসেবে পাবনা জেলার রাধানগর লেখা রয়েছে। তারা স্বামী-স্ত্রী হিসেবে ওই হোটেলে উঠেন।
পুলিশ জানায়, এদিন দুপুর ১২টার দিকে হোটেলের ৩০৩নং কক্ষ থেকে ওই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়। তরুণটির লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। লাশের হাত পিছনে বাঁধা ছিল। তরুণীর লাশ বিছানার ওপর শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। লাশের মুখে বালিশ চাপা দেওয়া। মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণ-তরুণী স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে হোটেলে উঠেন।
বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার ইবনে গোলাম সাকলাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা নয়। ওই তরুণ-তরুণীকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে জানার জন্য হোটেল ম্যানেজার ও বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন