আবাসিক হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
রাজশাহী: রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার আবাসিক হোটেল সেঞ্চুরি থেকে আব্দুল্লাহিল বাকি (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে রাজপাড়া থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।
আব্দুল্লাহিল বাকি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রামের খলিলাবাদ এলাকায় আব্দুল জব্বারের ছেলে।
সম্প্রতি অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত হন ওই কর্মকর্তা। এনিয়ে বিভাগীয় মামলাও চলছে। ওই মামলার কাজে গত ২৭ জুন রাজশাহীতে আসেন আব্দুল্লাহিল বাকি। বুধবার তার রাজশাহী ছেড়ে যাবার কথা ছিলো।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও নগরীর রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, হোটেল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে তারা গিয়ে ৫১৮ নম্বর কক্ষ থেকে ওই কর্মকতার লাশ উদ্ধার করেন।
তাদের ধারণা, হৃদরোগ অথবা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বিকেলেই নেয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে।
ইফতেখায়ের আলম আরো বলেন, তার কক্ষ থেকে রাজশাহী কৃষি উন্নয়নের বিভাগীয় মামলা সংক্রান্ত কাগজপত্রের একটি ফাইল পাওয়া গেছে। পরে ব্যাংকে খবর দেয়া হয়। সেখান থেকে এক কর্মকর্তা এসে বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে রাজপাড়া থানায় অপমৃত্যু মামলায় হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন