আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বেনাপোলের রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি ঢাকার সাভার এলাকার মোতাহার হোসেনের ছেলে বলে হোটেলের রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ আছে। তবে পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন থানায় জরুরি তারবার্তা পাঠিয়েছে বলে জানা গেছে।
রোববার রাত ৮টার সময় বেনাপোলের হাজী মুহাম্মদ উল্লাহ সুপার মার্কেটে রজনীগন্ধা আবাসিক হোটেলের তৃতীয় তলার ২২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
হোটেলের ম্যানেজার হোসেন জানায়, সাইফুল গত ১৯ তারিখ রাতে হোটেলের সিঙ্গেল রুমের একটি সিট ভাড়া নেন। গত দুই দিন ধরে তিনি হোটেলের ভিতরেই থাকতেন। শুধুমাত্র খাবারের প্রয়োজন হলে তিনি হোটেলের বাইরে বের হতেন।
রোববার রাতের খাবারের জন্য তাকে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরে জানালার গ্লাস ভেঙ্গে দেখা যায় ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ ঝুলছে।
এ সময় বেনাপোল পোর্ট থানা পুলিশে খবর দেয়া হলে হোটেলের দরজা ভেঙ্গে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) শামিম আহম্মেদ জানান, মৃতদেহটি থানায় আনা হয়েছে। এসময়ে তার রুম থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলেই বোঝা যাবে আত্মহত্যা নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন