শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জুবায়ের ঘূর্ণিতে আবারো স্বস্তি আবহনীর

আবাহনীকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে ব্রাদার্স

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে আবাহনীকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শনিবার সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল।

ব্রাদার্সের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে শাহরিয়ার নাফিস ও ইমরুল কায়েস অনবদ্য জুটি গড়ে তুলেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৭৬ রান।শাহরিয়ার নাফিস ৩৫ রান করে বিদায় নিলে ব্যাট করতে আসেন আগের ম্যাচের জয়ের নায়ক তুষার ইমরান। কায়েস-তুষার দ্বিতীয় উইকেট জুটিতে করেন আরো ৫২ রান। ইনিংসের ২৭তম ওভারে বল করতে আসেন জুবায়ের লিখন। ওই ওভারেই তিনি তুলে নেন দুই সেট ব্যাটসম্যান তুষার ও কায়েসকে। মূলত জুবায়েরের ঘূর্ণিতেই আটকে যায় ব্রাদার্সের ইনিংস।

মাত্র ২০ রান করে তুষার আউট হওয়ার সময় দলীয় সংগ্রহ ছিল দুই উইকেটে ১২৮ রান। একই ওভারে বিদায় নেন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ইমরুল কায়েস। ৮২ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি ছিল ৭টি চার ও ১টি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো।

ইমরুলের আউট হওয়ার পর ব্রাদার্সের ব্যাটসম্যানরা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার মিছিলে যোগ দেন। মাত্র ২০ রান সংগ্রহ করতেই আরও তিন উইকেট পড়ে যায়। একে একে আউট হন রুমান, জাকির ও উইলিয়ামস।
তবে এ সময় দলের পক্ষে হাল ধরেন নূর আলম ও সাদিকুর রহমান। সপ্তম উইকেট জুটিতে তারা ৬৭ রানের ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে ভূমিকা রাখেন।

নূর আলম ৪৪ বলে ৩৯ রান করেন। সাদিকুর করেন ৪৬ বলে ৩৮ রান।

জুবায়ের ৭ ওভার বোলিং করে ৪৪ রানে ৪ উইকেট দখল করেন।এছাড়া তাসকিন পেয়েছেন দুটি উইকেট।

প্রসঙ্গত, শিরোপা জয়ের মিশন নিয়ে ঢাকা লীগ শুরু করা আবাহনী দ্বিতীয় ম্যাচে শেখ জামালের কাছে হেরেছে।

আর ব্রাদার্সকে আগের ম্যাচে জিতিয়েছে তুষার ইমরানের অভিজ্ঞতা। দারুণ একটি অপরাজিত হাফসেঞ্চুরি করে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ব্রাদার্সকে জয় এনে দেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির