আবুল হায়াত-বিন্দুর ‘সত্য’
রহমান সাহেব গ্রামের একজন সন্মানিত ব্যাক্তি। একমাত্র মেয়ে এবং জামাই নিয়ে তার সংসার। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ লক্ষ্য করেন, তার হাতের নখের চারপাশ অস্বাভাবিক রকম কালো হয়ে যাচ্ছে।
দিনের পর দিন সেই দাগ বেড়েই চলেছে। তার নিজের মধ্যে পাপ বোধ উপলব্ধি হয়। কেউ জানেনা, তিনি অল্প বয়সে একজন ভয়ংকর ডাকাত ছিলেন। বহু মানুষের উপর অন্যায় অত্যাচার করেছেন। সেই অন্যায়ের কারণেই তার হাত কালো হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।
এদিকে, তার মেয়ে গ্রামের মানুষদের সাথে সুদের ব্যাবসা করে। একদিন এক মেয়ে গ্রামে এসে উপস্থিত হয় এবং সে রহমান সাহেবকে বলে, তার মেয়ের জামাইয়ের আগের ঘরের স্ত্রী সে। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটক ‘সত্য’।
অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন বিন্দু, টটুল, আবুল হায়াত, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ। শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন