আবেগে আপ্লুত মুস্তাফিজ যা বললেন আইপিএল খেলতে যাওয়ার আগে!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা ছাড়েন তিনি। এবারই প্রথম আইপিএল খেলবেন মুস্তাফিজ। তবে তিনি একা নন, তার সঙ্গে গেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, আর মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদে।
দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন কাটার মাস্টার খ্যাত এ বোলার। শুধু নিজের নয়, সাকিবের জন্যেও দোয়া চান মুস্তাফিজ। তিনি বলেন, ‘ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো করতে পারি। শুধু আমার জন্য না, সাকিব ভাইয়ের জন্যও দোয়া করবেন।’
এক বছর আগেও বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজকে কেউ চিনত না। গত বছর এই এপ্রিলেই আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের অভিষেক হলো, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। এরপর জুনে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজে বিশ্বকে দিলেন আগমনী বার্তা।
গত আইপিএল টিভিতে দেখার সময়ও হয়তো মুস্তাফিজ ভাবেননি, পরের আসরেই তিনি সেখানে খেলবেন! এ ব্যাপারে মুস্তাফিজ বলেন, ‘এমন কিছু ভাবা হয়নি।’ তবে সুযোগ যেহেতু এসেছে, আইপিএলে ভালো কিছু করার প্রত্যয়ই কাটারমাস্টারের কণ্ঠে, ‘আল্লাহ সুযোগ করে দিয়েছেন। চেষ্টা করব ভালো কিছু করার।’
সাকিবের সঙ্গে একই দলে খেলতে না পারার খানিকটা আফসোসও আছে মুস্তাফিজের, ‘হ্যাঁ, সেটা (একসঙ্গে খেলতে পারলে) তো খুবই ভালো হতো। জাতীয় দলের হয়ে যখন খেলি, তখন তো ভাই হয়েই থাকি। ওখানে একসঙ্গে খেলতে পারলে আরো ভালো হতো। একসঙ্গে থাকতে পারতাম, খেলতে পারতাম।’
সাকিবের দলের বিপক্ষে খেলার প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘ওই সময় আরো ভালো লাগবে। সাকিব ভাইকে মাঝে মাঝে পাব। তখন কথা বলতে পারব। খুব ভালো হবে।’
প্রসঙ্গত, ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর সাকিব আল হাসান গত কয়েক আসর থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইপিএল। ১২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ মোকাবেলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ওই দিনই আইপিএলে অভিষেক হতে পারে মুস্তাফিজের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন