আবেদন নাকচ, তাহলে কি আজ রাতেই ফাঁসি?
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রাষ্ট্রপতির কাছে করা প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়েছে বলে জানা গেছে বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র থেকে।
এর পরপরই উভয়ের সঙ্গে শেষ সাক্ষাৎ করতে কারাগারে গেছেন তাদের পরিবারের সদস্যরা।
শনিবার রাত ৯টার দিকে তারা কারাফটকে পৌঁছান।
এর আগে, আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে পাঠানো জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা প্রাণভিক্ষার আবেদন বঙ্গভবনে পৌঁছান।
এর আগে দুপুরে আবেদনটি কারাগার থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রণালয়ে পৌঁছায়।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, আমার মন্ত্রণালয়ে আসার পর আমি আমার মন্তব্যসহ আবেদন দুটি রাষ্ট্রপতির কাছে পাঠাব। এরপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও তিনি জানান।
এর আগে দুপুরে প্রাণভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনটি তারা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন। এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, সেই বিষয়ে জানতে দুজন ম্যাজিস্ট্রেট সকালে কারাগারের ভেতরে যান।
প্রথমে তারা মৌখিকভাবে দুজন ম্যাজিস্ট্রেটের কাছে প্রাণভিক্ষার কথা জানান। পরে প্রাণভিক্ষার আবেদনের দুটি ফর্ম নিয়ে পূরণ করে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন বলে নিশ্চিত করেন কারা কর্তৃপক্ষ।
তবে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এর আগে বলেছেন, তার বাবা আইনজীবী বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা না বলে কোনও সিদ্ধান্ত নেবেন না।
এদিকে, রাষ্ট্রপতির কাছে দেখা করতে গিয়ে সাকার ছেলে হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের জানান, প্রাণভিক্ষা চাওয়ার প্রশ্নই ওঠে না। দ্বিতীয় দফা বিচারের আবেদন করতে এসেছি। যদিও রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এই দুই আসামির ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ার পর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এমনকি এই এলাকায় যান চলাচলও সীমিত করে দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে এসেছেন অন্য নিরাপত্তাকর্মীরাও।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন