বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আব্দুর রাজ্জাক: এক অবহেলিতের নাম

বৃহস্পতিবার তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। জিতিয়েছেন দলকে। ঘরোয়া ক্রিকেটে এভাবে দিনের পর দিন তিনি আলো ছড়াচ্ছেন। পরিণামে জুটছে শুধু অবহেলা। বিসিবির কোনও চুক্তি তো নাম নেই-ই, ঘরোয়া ক্রিকেটের গ্রেডিংয়েও ‘অপমানিত’ হতে হয়েছে।

জাতীয় দলে সবশেষ খেলেছেন ২০১৪ সালের অাগস্টে। এরপর জাতীয় লিগের দুটি আসরে খেলেছেন, বিসিএল খেলেছেন দুটি। ২০১৪-১৫ জাতীয় লিগে ৭ ম্যাচে নিয়েছিলেন ৪১ উইকেট, লিগের দ্বিতীয় সর্বোচ্চ। আর আগের জাতীয় লিগে ৬ ম্যাচে ছিল ২৮ উইকেট।

গত ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলেই নিয়েছিলেন ২১ উইকেট। আর বিসিএলের গত দুবারই তিনি সর্বোচ্চ উইকেট শিকারি। ২০১৪-১৫ মৌসুমে ৩ ম্যাচে নিয়েছিলেন ১৮ উইকেট। আর কদিন আগেই এবারের বিসিএলে ৬ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অনেক পেছনে (মোহাম্মদ শরীফের ২১ উইকেট)।

২০১৫ বিশ্বকাপের দলে তাকে না রাখার পেছনে নির্বাচকদের সবচেয়ে বড় যুক্তি ছিল ফিটনেস। কিন্তু রাজ্জাকের দাবি, তার ফিটনেস অনেকের থেকেই ভালো।

রাজ্জাক কেন দলে নেই, এই প্রশ্নের উত্তর কমবেশি সবার জানা। কোচ চন্দিকা হাথুরুসিংহে চান না বলেই দলে ফেরানো যাচ্ছে না রাজ্জাককে। দায়িত্ব নেওয়ার শুরু থেকেই কোনও এক কারণে রাজ্জাককে দলে রাখার পক্ষপাতী ছিলেন না কোচ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টিম ম্যানেজমেন্টের অন্যরা বেশ কবার রাজ্জাককে চেয়েও দলে নিতে পারেননি কেবল কোচের একগুঁয়ে মনোভাবের কারণে।

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাজ্জাককে একটি ম্যাচে সুযোগ দিয়ে অবসর নিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন সেই প্রস্তাব। জোর করে চাপানো অবসরে রাজি হওয়ার কারণ খুঁজে পাননি স্বাভাবিকভাবেই।

সবশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আরাফাত সানি বোলিংয়ে নিষিদ্ধ হলে অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটাররা বদলি হিসেবে চেয়েছিলেন রাজ্জাককে। নির্বাচকদেরও আপত্তি ছিল না। কিন্তু যথারীতি কোচ সায় দেননি। শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে কোচের চাওয়াই।

রাজ্জাকও নিজের গুরুত্বটা জানেন। আর জানেন বলেই চুপ করে থাকেন। বিসিবিতে আসলে কারো সঙ্গে সেভাবে কথা বলেন না। নিজের কাজ সেরে ফিরে যান বাসায়।

বাংলাদেশের ইতিহাসে এ যাবতকালে পাঁচজন সেরা স্পিনার নির্বাচন করতে গেলে রাজ্জাকের নাম থাকবেই। অথচ সেই তিনিই সবচেয়ে বেশি অবহেলিত!

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির