আব্বাসের দুর্নীতি অনুসন্ধানে দুদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের দুর্নীতি অনুসন্ধানে গতি আনতে নতুন উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০৬ সালে জোট সরকারের সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে রাজউকের উত্তরাতৃতীয় পর্ব প্রকল্পের ৮৯৭টি প্লট বরাদ্দে বড় ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে কোনো প্রকার লটারি কিংবা আবেদনকারীর সিনিয়ারিটি বা অন্য কোনো যোগ্যতা না মেনে ‘জেনুইন অ্যান্ড ডিজার্ভিং’ পদ্ধতির নামে নিজের পছন্দের লোকজনকে ওইসব প্লট দিয়ে পুকুর চুরি করেছেন মির্জা আব্বাস।
অনুসন্ধানে গতি না আসায় ২০১৪ সালের সেপ্টেম্বরে অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করে উপপরিচালক মো. আনায়ারুল হককে দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি এ সংক্রান্ত দুর্নীতির অগ্রগতি প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হয়।
কিন্তু তিন বছর অতিক্রম করলেও নথিপত্র সংগ্রহ করা ছাড়া বস্তুত অনুসন্ধানে কোনো অগ্রগতি হয়নি বলে কমিশন মনে করে। তাই অনুসন্ধান কাজে গতি আনতে নতুন উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে তৃতীয়বারের মতো অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় কমিশন।
এবারে দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেনকে। গত সপ্তাহে অনুসন্ধানের দায়িত্ব বুঝে নিয়ে পুরানো নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন তিনি।
সুত্রের মাধ্যমকে জানা যায়, ২০০৭ সালে ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ওই দুর্নীতির তদন্তের উদ্যোগ নেয়। ওই বছরের ১৯ ফেব্রয়ারি তত্ত্বাবধায়ক সরকার মির্জা আব্বাসের বিতর্কিত ‘জেনুইন অ্যান্ড ডিজার্ভিং’ পদ্ধতিতে দেওয়া ৮৯৭ প্লটের বরাদ্দ বাতিল ঘোষণা করে। এর পাশাপাশি দুদক তার নামে সম্পদের হিসাব চেয়ে চিঠি পাঠায়। পরে তাকে গ্রেফতারও করা হয়। এ ছাড়া দুর্নীতির প্রমাণ পাওয়ায় কর্তৃপক্ষ মির্জা আব্বাসের ঘনিষ্ঠ কয়েক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।
অন্যদিকে তার বিরুদ্ধে ২০০৪ সালে সাজানো নিলামের মাধ্যমে রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকার সরকারি পরিত্যক্ত ১৭টি মূল্যবান বাড়ি অত্যন্ত কম দামে বিক্রি করে কোটি কোটি টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার ট্রাফিক ব্যবস্থায় যুক্ত হবেন ৭০০ শিক্ষার্থী, পাবেন সম্মানী
রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা আনতে পুলিশের সঙ্গেবিস্তারিত পড়ুন
৮ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।বিস্তারিত পড়ুন
নুর: রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “যারা জনগণেরবিস্তারিত পড়ুন