আব্রাম খান জয় তার পিতা-মাতার মতো তারকা হোক এটা আমি চাই না: অপু বিশ্বাস

মা হিসেবে অপু বিশ্বাস চান না যে তার সন্তান (আব্রাম খান জয়) বড় হয়ে মিডিয়ায় কাজ করুক। জয়ের ভবিষ্যৎ নিয়ে অপু বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন।
অপু বলেন, ‘জয় তার পিতা-মাতার মতো তারকা হোক এটা আমি চাই না। আমি আমার ছেলেকে আর সব মানুষদের থেকে আলাদা করতে চাই না। ও (জয়) পড়াশোনা শিখে ভালো একজন মানুষ হোক।’
এক প্রশ্নের জবাবে এই চিত্রনায়িকা বলেন, ‘মিডিয়া তো অনেক জানার অনেক শেখার জায়গা, হয়তো আমার ছেলে সেটা পারবে না। এখানে কাজ করা অনেক কঠিন। অনেক দায়িত্ব নিতে হয়। মা হিসেবে এত ভারী দায়িত্ব আমার ছেলে কাঁধে নিয়ে ঘুরছে সেটা দেখতে চাই না আমি। অভিজ্ঞতা থেকেই বলছি।’
অপু বলেন, ‘আমার ছেলের বয়স এখন সাত মাস। তার বয়স এক বছর হলে আমি আবার পুরোপুরি চলচ্চিত্র ফিরব। নায়িকাদের বিয়ে বা সন্তান হয়ে গেলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় বলে যে ধারণাটি প্রচলিত রয়েছে, সেটি অত্যন্ত ভুল একটি ধারণা। আমি যে বিয়ের পরে আট বছর কাজ করেছি, কেউ বুঝতে পেরেছে?’
বর্তমানে শাকিব ব্যস্ত রয়েছেন রংবাজ চলচ্চিত্রের শুটিং নিয়ে। আর অপু সামলাচ্ছেন সংসার, প্রস্তুতি নিচ্ছেন নতুন করে প্রত্যাবর্তনের। এরই ফাঁকে নিজের বিয়ে-সন্তান ও চলচ্চিত্র প্রসঙ্গে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে (বিবিসি) দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অপু বিশ্বাস। এই ঈদে রাজনীতি চলচ্চিত্রে মাধ্যমে চলচ্চিত্রে ফিরবেন।
প্রসঙ্গত, শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান, নাম আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন