‘আমরা ম্যাচ হারছি কিন্তু উপভোগ করছি’

টানা পাঁচ হারের পর একটি জয়ের দেখা পেয়ে মোমেন্টাম ফিরে পাওয়ার কথা বলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়রা। তবুও ভাগ্য বদলায়নি তাদের। ওই জয়ের পর আবার দুই হার। বিপিএলের চতুর্থ আসরে সবচেয়ে বেহাল দশা আট ম্যাচে এক জয় পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরই।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা কেবল হেরেই চলেছে। মিরপুর, কী চট্টগ্রাম, সবখানেই ছায়ার মতো লেগে আছে ব্যর্থতা। শেষ চারে যাওয়া হচ্ছে না এটাও একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। তবু এই হারের মাঝেই খেলা উপভোগ করছেন বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টারিয়ান্সের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে আসা বাঁ-হাতি এই ওপেনার বলছেন, ‘যে ম্যাচই খেলি না কেন, সব সময় টার্গেট থাকে জেতার। বড় ব্যাপার হলো আমরা ম্যাচ হারছি কিন্তু উপভোগ করছি। খেলা নিয়ে ম্যানেজম্যান্ট থেকে আমাদের উপরে ওই রকম কোনো চাপ নেই, হারলে খারাপ লাগে কিন্তু আমরা উপভোগ করছি।’
বলতে গেলে কাগজ কলমে কোনো সম্ভাবনাই নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শেষ চার ম্যাচ জিতলেও সেটা হবে সান্ত্বনার। তবে এই ম্যাচগুলোতে ভালো কিছু করে দেখাতে চান কুমিল্লার হয়ে আট ম্যাচে ১৭৬ রান করা শান্ত। তিনি বলেন, ‘যে কয়টা খেলা আছে টার্গেট থাকবে ভালো কিছু করার। যদি শেষে চারটি ম্যাচ ভালো হয় তাহলে ম্যানেজম্যান্টকে কিছু দিতে পারব, আমাদেরও ভালো লাগবে।’
নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। তাই প্রতি ম্যাচেই আলাদা কিছু করার লক্ষ্য থাকে তার। শান্ত বলেন, ‘এ পর্যন্ত আমার পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারিনি। চেষ্টা থাকবে সামনে যত ভালো করা যায়। প্রত্যেকটি ম্যাচ নিয়ে আলাদা আলাদা করে ভাবছি। উপরে ব্যাটিং করায় লক্ষ্য থাকবে যত রান করেছি তার চাইতে ভালো কিছু করার।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কুমিল্লার করুণ দশা। টপ অর্ডারে ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে আছেন ইমরুল কায়েস ও লিটন কুমার দাস। দুই অগ্রজকে নিয়ে শান্ত বলেন, ‘লিটন ভাই, ইমরুল ভাই পারফর্ম করতে পারলে দলের জন্য ভালো হতো। শুধু ওনাদের কথা বলব না। আমরা কিন্তু খারাপ খেলেছি। ব্যাটসম্যানরা যদি ভালো স্কোর করে দিতে পারতাম তাহলে অবশ্যই ভালো হত।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন