‘আমরা যেন অবরুদ্ধ হয়ে আছি’
সকালে বাসা থেকে বের হলে ফিরতে পারবেন কি না সব সময় চিন্তা করতে হয়। চলার স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, লেখার স্বাধীনতা নাই। যেখানে যাব সেখানে শুধু পুলিশের চেকপোস্ট আর চেকপোস্ট। আমরা যেন অবরুদ্ধ হয়ে আছি।’ নড়াইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে আজ রবিবার প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, এমন দেশে বাস করছি যে দেশে জীবনের কোনো নিরাপত্তা নেই। সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি সম্পর্কে তিনি বলেন, ‘রায় সম্পর্কে কথা বলার অধিকার আমার নেই। তবে সঠিক রায় নিশ্চয়ই দিয়েছেন। আমি আদালতকে সম্মান করি।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিকে শক্তিশালী করতে দেশব্যাপী ছুটে বেড়াচ্ছি। অনেক অত্যাচার সহ্য করেছি। দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। দুর্বলের সঙ্গে কেউ কথা বলে না।’ তিনি দলীয় নেতাকর্মীকে দলকে শক্তিশালী করতে জোরালভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন বিশেষ অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বদরুল ইসলাম প্রমুখ। সম্মেলনে পাশের জেলার নের্তৃবৃন্দসহ নড়াইল জেলার ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, শনিবার সন্ধ্যায় নড়াইল সার্কিট হাউজে জেলা জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে বৈঠকে সর্বসম্মতিক্রমে সাবেক সাধারণ সম্পাদাক শরীফ মুনীর হোসেনকে সভাপতি মনোনীত করা হয়। এ ছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলদের ভোট নেওয়া হয়। রবিবারের সম্মেলনে ভোট গণনার মধ্য দিয়ে এ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে সাধারণ সম্পাদক ও জাহিদুল ইসলাম প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
হুসেইন মুহাম্মদ এরশাদ দীর্ঘ ২৭ বছর পর রবিবার নড়াইলে আসেন। সকাল ১১টার দিকে তিনি নড়াইল সার্কিট হাউজে পৌঁছানোর পর প্রশাসন ও জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রায়হান কাওছার, সহকারী কমিশনার মো. জাকির হোসেনসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন