আমরা সব কিছু মোকাবেলা করতে পারি
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিদেরও শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্দান্ত গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জঙ্গিরা মাঝেমধ্যে নাশকতা করলেও তারা দেশের শান্তি নষ্ট করতে পারবে না।’ তিনি বলেন, ‘মাঝেমধ্যে দুই একটি ঘটনা আমাদেরকে থমকে দেয়, কিন্তু আমরা সব কিছু মোকাবেলা করতে পারি।’
কড়া নিরাপত্তার মধ্যেও একেবারেই সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর দরজা খুলে যায় দুই ঈদে। উচ্চবিত্ত, গণমান্য ব্যক্তিদের পাশাপাশি একেবারেই সাধারণ, নিরন্ন মানুষও এদিক সুযোগ পায় গণভবনে সরকারপ্রধানের আতিথ্য গ্রহণের।
সকাল নয়টায় গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু হয় পৌনে ১০টার দিকে। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখে, তার কাছে অভাব, অভিযোগ অনুযোগ তুলে ধরেন সাধারণ মানুষ। নিয়ে এসেছেন নানা আবদার, আবেদনপত্র। সাধারণের লেখা চিঠি রাখার জন্য এবার একটি আলাদা কর্নার করা হয়েছিল গণভবনে। সেখানেই রাখা হয় চিঠি। কেউ কেউ আবার সে জায়গায় না রেখে প্রধানমন্ত্রীর হাতে ধরিয়ে দিয়েছেন তাদের আবেদনপত্র। এরপর ব্যক্তিগত কর্মকর্তাদের হাতে তা ধরিয়ে দেন প্রধানমন্ত্রী।
আয়োজনে সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
উগ্রবাদী সন্ত্রাস রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, তিনি বলেন, ‘সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবেলা করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। পৃথিবীর অনেক দেশকেই সমস্যায় ফেলেছে জঙ্গিবাদ। সবাইকে এক হয়েই লড়তে হবে এর বিরুদ্ধে।’
দেশবিরোধী সব চক্রান্ত ও ষড়যন্ত্র নিয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এত রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছি, কোনো ষড়যন্ত্রকারী দেশকে যেন ক্ষতি করতে না পারে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক অগ্রগতির চাকা যেন সচল থাকে, সে জন্য সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের সম্পদ দিয়ে যেন চলতে পারি, যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, সেভাবেই দেশকে গড়ে তোলার চেষ্টা করছি। আমরা সেটা করতে পারবো।’
জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। এই সফরের জন্য দেশবাসীর দোয়া চান তিনি। বলেন, ‘আগামীকালই বিদেশে যাচ্ছি, সবার দোয়া চাই, যেখানেই যাই, যে কাজই করি, বাংলাদেশের মানুষের স্বার্থ যেন রক্ষা করতে পারি।’
এই বক্তব্যের পর প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন কূটনীতিক ও ব্যবসায়ী, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন