রবিবার, অক্টোবর ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমাকেও কুপ্রস্তাব দিয়েছিল ধর্ষক নাঈম আশরাফ: হিরো আলম

বনানীর দ্যা রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা রাজধানী থেকে শুরু করে সারা দেশেই সমালোচনার ঝড় তুলেছে। এ ঘটনায় এরইমধ্যে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম ওরফে নাঈম’কে গ্রেপ্তার করা হয়েছে।

ই-মেকার্স্’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাঈম। গতবছর এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠান করে গেছেন ভারতীয় সংগীতশিল্পী নেহা কাক্কার। দেশ-বিদেশের অনেক সেলিব্রেটিদের নিয়ে নাঈম আশরাফ অনুষ্ঠান করেছেন। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি বিভিন্ন গুণীজনদের সঙ্গে ছবি তুলে রাখতেন। আর এসব ছবি বিভিন্ন সময় নিজের স্বার্থে ব্যবহার করতেন নাইম ।

নাঈম বিভিন্ন সময়ে কৌশলে সেলিব্রেটি ও সমাজের গুণীজনদের সঙ্গে ছবি তুলে রাখতেন। আর এসব ছবি বিভিন্ন সময় নিজের স্বার্থে ব্যবহার করতেন তিনি। আর সেসব ছবিই এখন ফেসবুকে ভাইরাল।

এদিকে এই দুই তরুণী ধর্ষণের ঘটনা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে সারাদেশের মানুষ। পাশাপাশি চর্চা হচ্ছে ‘ধর্ষক’ নাঈম আশরাফের সেলফি নিয়ে। বিব্রতকর অবস্থায় পড়েছেন শোবিজের অনেকে। তেমনই একজন স্যোশাল মিডিয়ার মাধ্যমে খ্যাতি পাওয়া হিরো আলম। ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে নিয়ে এবার খোলামেলা কথা বললেন তিনি।

সেলফি প্রসঙ্গে হিরো আলম বলেন, আমার সঙ্গে ধর্ষক নাঈম আশরাফের দুইবার দেখা হয়েছে। একবার ঢাকাতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে একটি গানের শুটিংয়ের সময়। পরের বার সিরাজগঞ্জে একটি অনুষ্ঠানে। ঢাকায় খুব বেশি কথা হয়নি নাঈমের সঙ্গে। কিন্তু সিরাজগঞ্জের একটি বাসায় ঘন্টা দুয়েক সময় তারা একসঙ্গে পার করেছেন। তখন নাঈম তাকে একজন উঠতি মডেলের ছবি দেখিয়ে বলেছিলেন, তাকে নিয়ে কোথাও একান্তে সময় কাটাতে চান কিনা?

হিরো আলম বলেন, এমন প্রস্তাব পেয়ে বেশ ভয় পেয়ে যাই আমি। কারণ এসব বাজে নেশা নেই আমার। ধর্ষক নাঈম গ্রেপ্তার হওয়ার খবরে আমি খুশি হয়েছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এর আগে গণমাধ্যমে নাঈমের ছবি দেখে তাকে হালিম বলে শনাক্ত করেন সিরাজগঞ্জের কাজীপুরের গাইন্দাইল গ্রামের বাসিন্দারা। হালিম ওই গ্রামের ফেরিওয়ালা আজমদাজ হোসেনের ছেলে। এলাকায় প্রতারক হিসেবে তার পরিচয় ছিল।

গ্রামবাসী ভাষ্য, হালিম প্রভাবশালী বিভিন্ন জনকে তার বাবা পরিচয় দিয়ে নানা সুবিধা আদায় এমনকি বিয়েও করেছিল দুই বার।

ঢাকায় এসে নাঈম আশরাফ নাম নিয়ে ‘ই-মেকার্স’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে ২০১৪ সালে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্টের আয়োজন করেন তিনি। ২০১৬ সালে ঢাকায় ভারতের আরেক শিল্পী নেহা কাক্কারকে নিয়ে ‘নেহা কাক্কার লাইভ ইন কনসার্ট’ অনুষ্ঠানের আয়োজনও করেন নাঈম বা হালিম।

এর আগে গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের লৌহজং থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতে নেওয়া হলে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের পুত্র সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষীও রিমান্ডে রয়েছে। রিমান্ডে নেওয়ার পর ক্রমেই নাঈম আশরাফের সম্পর্কে ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে আসছে। তার কুকর্মের কথা অনেকের মুখ থেকেই শোনা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনার ৪০ দিন পর ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা করেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত