আমাকে কেউ অপহরণ করেনি : ফখরুল হাসান বৈরাগী
নিখোঁজ নন, স্বজ্ঞানে প্রথম স্ত্রীর বড় ছেলের বাসায় গত মাস খানেক ধরে ছিলেন বলে জানিয়েছেন অভিনেতা, নির্মাতা ও নাট্যকার ফখরুল হাসান বৈরাগী। যদিও গুঞ্জন উঠেছিল এক মাসেরও বেশি সময় ধরে তার কোনো সন্ধান মিলছিলো না। তার খোঁজ জানতেন না আত্মীয়-স্বজন। এই নিয়ে গণমাধ্যমেও অনেক খবর প্রকাশ হয়েছে।
তবে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এণ্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসির কার্যালয়ে এসে সাক্ষাতের পর তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি স্বজ্ঞানে ছেলের বাসায় অবস্থান নিয়েছিলেন। রাজিয়া হাসানকে কথিত স্ত্রী হিসেবে দাবি করে তিনি বলেছেন, ‘রাজিয়া আমার স্ত্রী নয়। তার সঙ্গে লিভ টুগেদারের সম্পর্ক। তার সাথে বনিবনা না হওয়ায় আমি ৭ আগস্ট প্রথম স্ত্রীর ছেলের বাসায় গিয়ে উঠি। সে সবাইকে বিভ্রান্ত করতে আমার নিখোঁজের গুজব ছড়িয়েছে। তাই বাধ্য হয়ে কলাবাগান থানায় নিজে এসে হাজির হয়েছি।’
ফখরুল হাসান বৈরাগী বলেন, ‘গেল ৭ই আগস্ট, বাসার দারোয়ানকে বাসার চাবি দিয়ে এক কাপড়ে বেড়িয়ে যাই। উঠি কেরানীগঞ্জের আঁটি বাজারে প্রথম স্ত্রীর ছেলের বাসায়।’
তিনি বলেন, ‘আমার প্রথম স্ত্রীর মৃত্যুর পর রাজিয়া হাসানের সাথে থাকতাম। দীর্ঘদিন অতিবাহিত সময়ে সম্প্রতি বনিবনা হচ্ছিল না। সে কারণে অনেকটা অতিষ্ট হয়ে বাসা থেকে বেড়িয়ে যাই। বিষয়টি একান্তই ব্যক্তিগত, সম্মানহানি হতে পারে ভেবেই আমি বিয়ষটি কাউকে জানাই নি। কারো সাথে যোগাযোগও করি নি। কেরানীগঞ্জে দুই ছেলে রাশেদুল হাসান ও রকিবুল হাসান এক সাথে থাকে। ওদের বাসায় গিয়ে উঠি।’ বৈরাগীর এক পালিত কন্যাও রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হচ্ছিল আমি নাকি নিখোঁজ। আসলে আমি নিখোঁজ না। কেউ আমাকে অপহরণ করেননি। কিংবা আমি পালিয়ে থাকিনি। স্বজ্ঞানে ছেলের বাসায় গিয়ে উঠেছি।’
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকায় গিয়ে ছেলের মাধ্যমে কেরানীগঞ্জে যান তিনি।
এব্যাপারে তবে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) মিডিয়া এণ্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, ‘ফখরুল হাসান বৈরাগী আমাদের কাছে স্বীকার করেছেন, তিনি নিখোঁজ ছিলেন না। স্বজ্ঞানে ছেলের বাসায় অবস্থান নিয়েছিলেন। এ ব্যাপারে তিনি সাহায্য চাইলে আইনগত সহায়তা করা হবে।’
এখানে উল্লেখ্য যে, এর আগে থেকে বাবা নিখোঁজ উল্লেখ করে সন্ধান চেয়ে ফেসবুকে বৈরাগীর কথিত স্ত্রী রাজিয়ার ছেলে সামন্ত হাসান একটি পোস্ট ফেসবুকে শেয়ার করেন। সেখান থেকেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এই প্রবীণ অভিনেতার নিখোঁজ সংবাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন