”আমাকে কোলে বসিয়ে নিয়ে সারা শরীরে হাত বোলাত”

স্কুল সিলেবাসে সেক্স এডুকেশন চালু করা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। অনেকে পক্ষে থাকলেও, বিপক্ষে থাকা মানুষের সংখ্যা কিছু কম নয়। তবে সম্প্রতি মুম্বাইয়ের একটি স্কুলে সেক্স এডুকেশন ক্লাসে যা ঘটল তাতে অবিলম্বে সিলেবাসে এটা অন্তর্ভুক্তির জন্য দরবার করতে পারেন অভিভাবকরা। ক্লাসে পড়ানোর সময় এক ছাত্রী শিক্ষকের কাছে বলে ওঠে, সেও যৌন হেনস্থার শিকার।
পুলিশ সূত্রে খবর, ক্লাসে পড়ানোর সময় শিক্ষক বোঝাচ্ছিলেন, সাধারণভাবে ছোয়া এবং যৌন হেনস্থার উদ্দেশ্যে ছোয়ার মধ্যে তফাত কোথায়। পড়ানোর সময়ই ক্লাসের এক ছাত্রী শিক্ষকের কাছে তার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে শুরু করে। বছর এগারোর সেই কিশোরী জানায়, মুলুন্ড তাদের বাড়ির পাশের ফ্ল্যাটে নিরপত্তারক্ষীর কাজ করে বছর বাইশের মহেশ।
যখন বাড়িতে সে একা থাকে, তখন এটা-সেটা চাওয়ার নামে সে বাড়িতে আসে। কিশোরীকে নিজের কোলে বসিয়ে নিয়ে সারা শরীরে হাত বোলাত। সে তখন বুঝতেও পারত না, কী উদ্দেশ্য নিয়ে অভিযুক্ত এই কাজ করছে। নির্যাতিতার ক্লাসের এক বান্ধবীর সঙ্গেও একই ব্যবহার করেছে সে।
পরে শিক্ষকের সহায়তায় পুলিশের কাছে গিয়ে সেই কিশোরী এবং তার বান্ধবীর বয়ান রেকর্ড করা হয়। তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মুলুন্ড থানার ইন্সপেক্টর ডি শ্লোক বলেন, ‘কিশোরী এটা বুঝতেই পারেনি কী উদ্দেশ্য নিয়ে যুবক তার বাড়িতে বার বার আসত। এমন অনেক ঘটনাই সামনে আসে না কারণ নির্যাতিতারা এটা বুঝতেই পারে তাদের সঙ্গে কী হচ্ছে।’ মহেশের বিরুদ্ধে পোস্কো ধারায় মামলা রুজু করা হয়েছে।সুত্র-ওয়েবসাইড
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন