আমাকে বলা হয়েছিল ৪টার সময় স্টেডিয়ামে উপস্থিত থাকতে

উপস্থাপিকা পামেলা ভুতোরিয়াকে বিপিএলের ফাইনাল ম্যাচে দেখা যায়নি। অথচ সময়মতো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। এরপর অনুষ্ঠান শুরু হওয়ার পরও তাঁকে ডাকা হয়নি। কেন কর্তৃপক্ষ তাঁকে ডাকেনি এ ব্যাপারে পামেলাও কিছু জানেন না।
আজ মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল বুলসের মধ্যে তৃতীয় বিপিএলের ফাইনাল খেলা হয়। তবে ম্যাচের কোনো পর্যায়েই পামেলাকে দেখতে পাননি দর্শকরা।
এ ব্যাপারে পামেলা ভুতোরিয়া অনলাইনকে বলেন, ‘আমাকে বলা হয়েছিল ৪টার সময় স্টেডিয়ামে উপস্থিত থাকতে। আমি সময়মতোই হাজির ছিলাম। এরপর আর ডাকা হয়নি।’
পামেলা আরো বলেন, ‘কেন আমাকে অনুষ্ঠান উপস্থাপনার জন্য ডাকা হলো না তা জানার জন্য আমি শেষ পর্যন্ত অপেক্ষা করেছি।’
আগামীকাল বুধবার বেলা ১২টায় ভারতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানিয়েছেন পামেলা।
এর আগে আচরণবিধি লঙ্ঘন ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ এনে বিপিএলের অন্য উপস্থাপক আমব্রিনকে বাদ দেওয়া হয় বলে দাবি করেন চ্যানেল নাইনের অনুষ্ঠান ও ইভেন্ট-প্রধান তানভীর খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন