‘আমাকে বেতন দেওয়ার মতো সামর্থ্য নেই বিসিসিআইয়ের’
একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শেষ হয়ে যাবে কোচ হিসেবে অনিল কুম্বলের মেয়াদ। অপর দিকে কোচের সাথে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিসহ অনেক ক্রিকেটারেরই সম্পর্ক ভালো যাচ্ছে না। যদিও অধিনায়ক ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করেছেন। তবুও সব কিছু মাথায় রেখে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে ভারতীয় দলের জন্য কোচ চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
বিরেন্দর শেবাগ, টম মুডির মতো বিশ্বের অনেক নামীদামি কোচ ও সাবেক ক্রিকেটাররাই ভারতীয় দলের কোচের দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।
জনপ্রিয় সংবাদমাধ্যম মিড ডেকে এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন ওয়ার্ন। তবে তার মতে তার বেতন দেওয়ার মতো অর্থ ভারতের নেই। বলেন, ‘আমি অনেক দামি, আমার বেতন দেওয়ার মতো সামর্থ্য বিসিসিআইয়ের নেই। আমার ও বিরাট কোহলির দারুণ জুটি হবে তবে ওই যে আমি বললাম আমি অনেক অনেক দামি। ’
শেন ওয়ার্নের মতে ভারত দলকে নিয়ে যেকোনো কোচের তেমন কোনো কষ্টই করতে হয় না। শুধু একটু দেখে দিলেই হয়। বলেন, ‘ভারতের এই দলটা খুব ব্যালান্সড। একটা ক্রিকেট দলের যা যা থাকা দরকার, সে সব গুণ রয়েছে। শুধু একটু দেখে দিলেই হয় কোচকে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন