সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আমাদেরকে বের করে খালেদা কি থাকতে পেরেছেন?’

২০০৫ সালে বিএনপি সরকারের আমলে রাষ্ট্রীয় দমনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধের কে ফোর্সের কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ। তিনি জানান, ওই সরকারের আমলে সরকারের বরাদ্দ দেয়া বাড়ি থেকে অবৈধভাবে তাদেরকে বের করে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ওদুদ আহমদের ‘দখল’ করা বাড়ির প্রসঙ্গ এনে এ কথা বলেন মাহজাবিন।

খালেদ মোশাররফের মেয়ে বলেন, ‘মওদুদ নিজেও আইনজীবী। নিজেই মামলা পরিচালনা করেছেন। তার সাথে ফাইট করে অন্য কোন আইনজীবীর মামলা জেতা রীতিমত চ্যালেঞ্জ। তিনি নিজেই মামলার রিট করে হেরে গেছেন। কিন্তু সেটা এখন তিনি মানতে পারছেন না। আবার বিএনপির নেত্রী খালেদা জিয়া তার বাড়ির সামনে গিয়ে নাটক করে এসেছেন।এই নাটক জনগণ বোঝে।’

মওদুদ তার দখল করা বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার পর তিনি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সরকার দমন-পীড়ন শুরু করেছে-খালেদা জিয়ার এমন অভিযোগের জবাবে মাহজাবীন বলেন, দমন পীড়ন করেছিলেন খালেদা জিয়া।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বলেন, ‘দমন-পীড়ন আওয়ামী লীগের সরকার করে না। দেশের আপাময় জনতার দল আওয়ামী লীগ। দমন-পীড়নের রাজনীতিতো করেছে খালেদা জিয়া নিজেই। আমি ব্যাক্তিগতভাবে খালেদা জিয়ার দমনের শিকার হয়েছি।’

মাহজাবিন বলেন, ‘আমার বাবা জেনারেল খালেদ মোশারফ একজন মুক্তিযোদ্ধা ও আর্মি অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধে ‘কে’ ফোর্সের অধিনায়ক খালেদ মোশারফের স্ত্রী হিসেবে আমার মাকে সরকার যে বাড়ি প্রদান করে বেগম খালেদা জিয়া তার শাসনকালে একের পর এক প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।’

খালেদ মোশাররফের মেয়ে বলেন, ‘২০০৫ সালে শাসনামলে খালেদা জিয়ার বোনের ছেলে মাইক্রবাসে করে গুন্ডা ভাড়া করে এনে আমার মাকে বাড়ি খালি করার জন্য হুমকি দেয়। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হননি। আমাদেরকে সে বাড়ি থেকে অবৈধভাবে বের করে দিয়েছেন। না কোন আদালতের আদেশ ছিল, না কোন সরকারি কিংবা আমলাতান্ত্রিক জটিলতা। সম্পুর্ণ গুন্ডামি করে সন্ত্রাসীদের মত এসে আমাদের বাড়ি দখল করে নেয়।’

মাহজাবিন খালেদ বলেন, ‘এটিই কর্মফল। সৃষ্টিকর্তা দুনিয়াতে বিচার দেখান। আপনি আজকে যদি কারো সাথে অন্যায় করেন তাহলে জীবনের কোন না কোন সময় তাকে সাজা ভোগ করতে হবে। আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে খালেদা জিয়া কি থাকতে পেরেছেন? তাকে ক্যান্টনমেন্ট ছাড়তে হয়েছে এবং গতকাল মওদুদ আহমেদকেও তার বাড়ি ছাড়তে হয়েছে। কারণ আল্লাহর বিচার, এর উপরে কিছুই করার নাই।’

আওয়ামী লীগ সরকার কাউকে উচ্ছেদ করেনি দাবি করে মাহজাবিন বলেন, ‘মওদুদের দখল করা বাড়িটি ছিল রাষ্ট্রীয় সম্পত্তি। রাষ্ট্র মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সে জায়গাটি দখল নিয়েছে। এখন মওদুদ বলছেন তাকে সন্ত্রাসী কায়দায় বের করে দেয়া হয়েছে। তিনি রাজনীতির প্রতিহিংসার শিকার। কিন্তু উনার মত মত বিজ্ঞ একজন আইনজীবী যখন এসব কথা বলে তখন জনগণের কাছে কৌতুক মনে হয়। খালেদা জিয়া যখন রাস্তায় নেমে এমন কৌতুক করে তখন সারাদেশের মানুষ তাকে নিয়ে হাসে। তাই এসব করে লাভ হবে না। দেশের জনগণ এখন অবগত।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের