‘আমাদের কোন ভুল হয়নি, তাই সরি বলতে চাই না’
ইংল্যান্ড দলের দ্বিতীয় ইনিংসের ২৮তম ওভারে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। এর ফল বাংলাদেশের পক্ষে আসে। এ সময় উল্লাসে ফেটে পড়েন মাশরাফি-তাসকিনরা। ওই উদযাপনে অসন্তুষ্ট হয় বাটলার। এ নিয়ে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বাটলারের।
অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য জরিমানা করা হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। দুজনের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর জস বাটলারকে শুধুই ”তিরষ্কার” করা হয়েছে। তবে এ ঘটনায় নিজেদের কোনো ভুল ছিল না বলে মনে করেন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি আলোচনায় এসেছে। মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমরা কোনো ভুলি করিনি। তাই এর জন্য সরিও বলতে চাই না। আমাদের উচ্ছ্বাসটা স্বাভাবিক ছিল। সাফল্য পেলে সব দলই এমন উল্লাস করে।’
অবশ্য এ ঘটনা ভুলে তৃতীয় ওয়ানডের জন্য মনোযোগী হতে চায় স্বাগতিকরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের পুরো দলই এখন স্বাভাবিক। পুরোনো সেই কথা এখন আর ভাবছি না। আমাদের মনোযোগ এখন তৃতীয় ওয়ানডের দিকেই। কীভাবে পরের ম্যাচে সাফল্য পাওয়া যায়, সেটাই এখন আমাদের সবচেয়ে বড় চিন্তা।’
কাল বুধবার চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। তিন ম্যাচের এই সিরিজ এখন ১-১-এ সমতায় রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন