রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমাদের চেষ্টায় কোন ত্রুটি নেই: আরিফিন শুভ

আমি ভালো বক্তা নই। অভিনয়টাই আমার ধ্যানজ্ঞান। অনেকেই বলেন বাংলা সিনেমায় বর্তমানে দুর্দিন চলছে। আমিও এ বিষয়টা নিয়ে অনেক সময়ই ভাবি, আমরা যারা এ প্রজন্মের নায়ক আছি, আমাদের দোষটা কোথায়?’ কথাগুলো বলছিলেন আরিফিন শুভ।

ঢাকাই সিনেমার এ নায়ক আরও যোগ করে বলেন, ‘আমাদের চেষ্টায় কোন ত্রুটি নেই। তাহলে কেন বাংলা সিনেমা সেই স্বর্ণউজ্জ্বল পুরনো দিনগুলোতে ফিরে যেতে পারছে না?’

এদিকে বাংলা চলচ্চিত্র এখন আর আগের জায়গায় নেই। বাবা-মা ছাড়া যেমন সন্তান অসহায়, বাংলা সিনেমার অবস্থাটা এখন সেরকমই, এমন মন্তব্য করে আরিফিন শুভ বলেন, ‘আমাদের সিনেমা কিংবা বাবা-মা যদি না বাঁচেন, তাহলে আমরা অসহায় হয়ে পড়ব। দিনকে দিন প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সিনেমা হল ভেঙে সেখানে অট্টালিকা বানানো হচ্ছে। আমার নিজের শহর ময়মনসিংহেও একই অবস্থা।’

‘পৃথিবীর অনেক দেশেই এখন মাল্টিপ্লেক্স এ সিনেমা প্রদর্শিত হচ্ছে। আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সিনেমা হল ভেঙে মার্কেট বানানো হচ্ছে। সরকারের দিক থেকে যদি জোর প্রচেষ্টা থাকে অনন্ত প্রতিটা মার্কেটে একটা ২০০ সিটের হল বাধ্যতামূলক থাকতে হবে। আমরা যত ভালো ছবি করি না কেন? দিন শেষে সেটি যত ভালো পরিচালকই বানান না কেন? চূড়ান্তভাবে যদি দর্শক সেটি উপভোগ করতে না পারেন, তাহলে লাভ কি বলেন? যতক্ষন পর্যন্ত সরকারের দিক থেকে সহযোগিতা না আসবে, আমরা বোধ হয় এর থেকে পরিত্রান পাবো না।’ কথাগুলো বলছিলেন আরিফিন শুভ।

অভিনয়শিল্পী আরিফিন শুভ। আর ঢাকাই চলচ্চিত্রে তাঁকে ঘিরেই আশা-ভরসার অনেক কথাই ডালপালা মেলে। চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের নায়কদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে প্রথম সারিতে আছেন। প্রায়শই নিত্যনতুন ছবির খবর নিয়ে দর্শক কিংবা শুভ ভক্তদের দ্বারে হাজির হচ্ছেন। সম্প্রতি শুভ নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ‘ভালো থেকো’। এটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্যও লিখছেন তিনি। এতে শুভর সহ-শিল্পী তানহা তাসনিয়া।

এছাড়াও ছবিটিতে অভিনয় করবেন চলচ্চিত্র অভিনেতা কাজী হায়াৎসহ আরও অনেকে। আর কয়েকদিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হবে। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ছবিটির মহরত অনুষ্ঠিত হয় এফডিসির ৮ নাম্বার ফ্লোরে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নৌ পরিবহণ মন্ত্রী শাহজান খান।

আরিফিন শুভ এর আগে জাকির হোসেন রাজু’র পরিচালনায় ‘নিয়তি’ ও ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে অভিনয় করেছেন। সে হিসেবে ‘ভালো থেকো’ এ পরিচালকের সাথে শুভ’র তৃতীয় ছবি। আর তার (জাকির হোসেন রাজু) মতো পরিচালকের ছবিতে অভিনয় করাটাকে দারুণ উপভোগ করেন তিনি। যখন শুভ ছবির গল্পটা শুনেছেন, তখন থেকেই গল্পের প্রেমে পড়েছিলেন।

এ ছাড়া আরিফিন শুভ অভিনীত ‘প্রেমী ও প্রেমী ‘ ছবিটর কাজও শেষ পর্যায়ে রয়েছে। জাকির হোসেন রাজুর পরিচালনায় এই ছবিতে জুটি বেধেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবিটির গানের দৃশ্যধারণ হয়েছে। ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি কলকাতা থেকে এসকে মুভিজ ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করছে। খুব শিগগিরই মুক্তি পাবে ছবিটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন