আমাদের ধারণা একেবারেই ভুল ছিল : মাশরাফি
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ইডেন গার্ডেনসের উইকেট দেখে তাঁর মনে হয়েছিল কিছুটা বোলিং সহায়ক হবে। কারণ উইকেটে কিছুটা ঘাস ছিল। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সেই ধারণা ভুল প্রমাণ হয়েছে। ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন তিনি।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তারা গড়েছে রানের পাহাড়, ২০১ রান। এতেই বুঝতে বাকি থাকে না, উইকেট ছিল ব্যাটিং সহায়ক।
বুধবার কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রথমে যখন উইকেট দেখতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম উইকেটে কিছুটা ঘাস ছিল। তাই ভেবেছিলাম এই উইকেটে বোলাররা কিছুটা সুবিধা পাবে। কিন্তু আমাদের ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে।’
ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বড় ইনিংস গড়ার পথে খুব একটা বাধা হতে পারেননি বাংলাদেশের বোলাররা। তা স্বীকারও করেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা আমাদের মেনে নিতেই হবে, পাকিস্তানের ব্যাটসম্যানদের আমরা খুব একটা চাপে ফেলতে পারেনি। আসলে আমাদের বোলাররা খুব একটা ভালো করতে পারেনি। তা ছাড়া এদিন আমরা সব বিভাগেই ব্যর্থ হয়েছি।’
আর টসে হেরে ম্যাচে পিছিয়ে পড়েছে কি না বাংলাদেশ, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল টস জিততে পারলে প্রথমে ব্যাটিংয়ে নামব। সেই দিক থেকে বিবেচনা করলে বলতে হবে, টস জিততে পারলে ভালো হতো। অবশ্য ম্যাচে হারের জন্য শুধু টসে হারটাকেই দায়ী করা ঠিক হবে না।’
এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আফ্রিদিদের করা ২০১ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪৬ রানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন