আমাদের বোলিংয়ে উন্নতি করতে হবে : সাকিব
রবিবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। তামিম ইকবালের দলের দেয়া ১৮৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে তাদের ইনিংসের শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে।
এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন, বিপিএলে এটি ভালো শুরু। কিছু বিদেশি খেলোয়াড়রা দেখিয়েছে কিভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে হয়। মিসবাহ ও আল-আমিনের পার্টনারশীপ আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিলো। দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করেনি। বোলিংয়ে আমাদের উন্নতি করা দরকার।
চিটাগাং ভাইকিংস দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, এটি চমৎকার ম্যাচ ছিলো। আমাদের আরও ২০ রান বেশি করা উচিৎ ছিলো। আমির অনেক ভালো বল করেছে। মাঝে আমরা দিক হারিয়েছি। ম্যাচ হেরে আমাদের দুটি ক্যাচ মিসের মূল্য দিতে হয়েছে।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া মিসবাহ-উল-হক বলেছেন, প্রথম ম্যাচটি জেতা সবসময়ই ভালো। থিসারা ভালো খেলেছে। চার উইকেট হারানোর পরবর্তী সময়ের পারফরম্যান্স দেখার মত ছিলো। পানি পানের বিরতির সময় কথা হয়েছিলো তাদের ২০০ রানের নীচে বেঁধে ফেলতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন