আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হয়নি: মাশরাফি
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৭৭ রানে হারের পর সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম ম্যাচের নিজেদের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ভালো করার কথা জানালেন। এছাড়াও তরুণ মোসাদ্দেকের অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি।
প্রথম ম্যাচ ক্রাইস্টচার্চের মাঠে সাংবাদিকদের মাশরাফি বলেন, আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হয়নি। আমরা জানি এ মাঠে ২৮০ থেকে ৩০০ প্লাস রান করলে চেজ করা যায়। গত বিশ্বকাপেও আমরা চেজ করে জয় পেয়েছিলাম। কিন্তু আজ আমরা চল্লিশ থেকে পঞ্চাশ রান বেশি দিয়ে দিয়েছি।
তরুণ মোসাদ্দেক সৈকতের ব্যাটিং সম্পর্কে তিনি বলেন, ও সত্যিই এই কন্ডিশনে অসাধারণ ব্যাট করেছে। ইংল্যান্ড সিরিজ ও বিপিএলেও রান পেয়েছে।
“আমরা দ্রুত তিন উইকেট হারিয়েছি, এটা না হলে আমরা ৩১০ থেকে ৩২০ রান করতে পারতাম। একটা সময়ে যখন সাকিব-মুশফিক ব্যাট করছিল তখন আমাদের ওভারে সাড়ে সাতের মতো রান রেট দরকার ছিল। তার মানে আমরা ভালো অবস্থানে ছিলাম দ্রুত উইকেট পড়ে যাওয়ার পরও।”
আরও যোগ করেন মাশরাফি বলে, আমাদের লেট মিডল অর্ডার ও মিডল অর্ডার ভালো ব্যাট করেছে। এটা আমাদের জন্য পজেটিভ দিক। এই কন্ডিশনে টপ অর্ডারে ব্যাট করা কঠিন হবে।ওদের শট বল খেলা খুবেই কঠিন হচ্ছিল।
দলের বোলিং সম্পর্কে তার বক্তব্য, আসলে প্রথম ম্যাচ ছিল সবাই ভেবেছে শট বল করতে হবে, ঠিক মতো তাই পেরে উঠেনি। আসরে শট বল করতে হবেই। তবে সঠিকভাবে করতে হবে। আমরা যেগুলো দিয়েছি তা ওদের কোমর পর্যন্ত, ওই বলগুলোই তারা পিটিয়েছে। আমাদের শট বল করতে হবে, যেন তা ওদের মাথা পর্যন্ত উঠে।
২৯ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আর প্রথম ম্যাচের ভুলগুলো করতে চান না মাশরাফি বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন